প্রথম ম্যাচে ইংল্যান্ডের সফরে হারের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট দল। অর্থাত, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে হারতে হয়েছিল ভারতকে। তবে ভারতের সামনে এখন রয়েছে টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ খেলবেন কোহলিরা।
ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ডারহ্যামে। এই টেস্ট ম্যাচ খেলার আগে ভারতীয় ক্রিকেট দল একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। অল ইলেভেন কাউন্টি দলের সঙ্গে খেলবেন বিরাট কোহলিরা।
ভারতীয় ক্রিকেট দল মাঝে তিন সপ্তাহ বিশ্রামে ছিল। সেখানেও একটি ঘটনা ঘটে গিয়েছে ভারতীয় শিবিরে। তিন সপ্তাহ বায়ো বাবলের বাইরে ছিলো ভারতীয় ক্রিকেটাররা। তখনই কোভিড আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। সেই কারণে অনেকেই এখন আইসোলেশনে।
ভারতীয় ক্রিকেট দলের কিছু সদস্য আইসোলেশনে থাকলেও, ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দলের বাকি সদস্যরা। সেখানে কোনও ফাঁক রাখতে নারাজ রোহিত-বিরাট-রাহানেরা। শুক্রবারই নিজেদের অনুশীলনে নেমে পড়েছিল ভারত। এবার নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন রবি শাস্ত্রীর ছেলেরা।
সাউদাম্পটনের যে হার হেরেছে ভারত, সেটার কোনও পুনরায় চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে ফের একবার নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। বেশ কিছুক্ষণ নেটে প্র্যাকটিস করলেন বিরাট কোহলি-রাহানে-পূজারারা।
— BCCI (@BCCI) July 17, 2021
দলে দুই উইকেটরক্ষকই আইসোলেশনে। ঋষভ পন্থ করোনা আক্রান্ত। অন্যদিকে, ঋদ্ধিমান আইসোলেশনে। ফলে ভারতের হয়ে অনুশীলন করছেন নেটে গুছিয়ে ব্যাটিং প্র্যাকটিস করেছেন লোকেশ রাহুল। তিনিই এবার উইকেটের পিছনে ভারতের হয়ে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। সেই কারণে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন রাহুল।
শুধু ব্যাটসম্যানরাই নয়। ভারতীয় ক্রিকেট দলে বোলাররাও এবার নিজেদের তৈরি করছে ইংল্যান্ডের তাবর ব্যাটসম্যানদের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলতে মুখিয়ে আছেন মহম্মদ সামিরা। একই সঙ্গে নেটে চুটিয়ে বোলিং অনুশীলন করেছেন মহম্মদ সিরাজও। ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
ছবির সৌজন্য- বিসিসিআই (টুইটার)