scorecardresearch
 

Shaheb Bhattacharya On ISL Final: 'আমি বেঙ্গালুরুর সমর্থক' মোহনবাগানের হার চাইছেন সুব্রত-পুত্র সাহেব

ডার্বি (Kolkata Derby) হলেই আড়াআড়ি ভাগ হয়ে যায় গল্ফগ্রিনের ভট্টাচার্য পরিবার। বাড়ির কর্তা সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya) মোহনবাগানের ঘরের ছেলে। সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক। তবে আজ একেবারে অন্য ডার্বি। আইএসএল ফাইনালে (ISL Final) মুখোমুখি মোহনবাগান আর বেঙ্গালুরু (Mohun Bagan vs Bengaluru)।

Advertisement
সাহেব ভট্টাচার্য, মোহনবাগান দল ও সুব্রত ভট্টাচার্য সাহেব ভট্টাচার্য, মোহনবাগান দল ও সুব্রত ভট্টাচার্য
হাইলাইটস
  • শনিবার মেগা ফাইনাল
  • সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর মুখোমুখি মোহনবাগান

ডার্বি (Kolkata Derby) হলেই আড়াআড়ি ভাগ হয়ে যায় গল্ফগ্রিনের ভট্টাচার্য পরিবার। বাড়ির কর্তা সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya) মোহনবাগানের ঘরের ছেলে। সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক। তবে আজ একেবারে অন্য ডার্বি। আইএসএল ফাইনালে (ISL Final) মুখোমুখি মোহনবাগান আর বেঙ্গালুরু (Mohun Bagan vs Bengaluru)। বাড়ির জামাই সুনীল ছেত্রী (Sunil Chhetri) আবার বেঙ্গালুরু (Bengaluru FC) অধিনায়ক। মেয়ে সোনম গোয়া চলে গিয়েছেন ইতিমধ্যেই। তবে কাকে সমর্থন করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য? bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন তিনি?

প্রশ্ন: আজকের ম্যাচে কাকে সমর্থন করছেন?

সাহেব: আমি বরাবরই ইস্টবেঙ্গল সমর্থক। সকলেই জানেন সেটা। মোহনবাগান চিরশত্রু। তাই আজ বেঙ্গালুরুকেই সমর্থন করব। আরও একটা ব্যাপার রয়েছে। আমার জামাইবাবুর দল বেঙ্গালুরু তাই চাইব ওরাই জিতুক। বাড়িতে সকলেই মোহনবাগান সমর্থক। তাই আড়াআড়ি ভাগ হয়ে যায় গোটা বাড়ি। যে যাকেই সমর্থন করুক যেন সকলেই খেলার স্পিরিট মানেন এটাই চাইব। ম্যাচে যেই জিতুক যেন সৌজন্য বজায় থাকে। 

আরও পড়ুন: সুনীলদের হারিয়ে ট্রফি নিতে প্রস্তুত মোহনবাগান, কারা থাকতে পারেন দলে?

প্রশ্ন: আপনার বাবা সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের ঘরের ছেলে, মা কাকে সমর্থন করবেন?

সাহেব: মাও মোহনবাগানী। বরাবর। যাই হয়ে যাক মোহনবাগানের হয়েই গলা ফাটান মা। এটা প্রথম থেকেই। তাই এর অন্যথা আজও হবে না। সুনীলকে জামাই হিসেবে ভীষণ ভালোবাসলেও মোহনবাগানের প্রতি তাঁর আবেগ চিরন্তন।

আরও পড়ুন: ISL ফাইনালে আজ মোহনবাগান vs বেঙ্গালুরু, কখন-কীভাবে দেখবেন LIVE?

প্রশ্ন: সুনীলরা যে ভাবে ফাইনালে উঠেছেন সেটা নিয়েও অনেক কথা হচ্ছে। কী মনে হচ্ছে আজ?

সাহেব: সুনীল বরাবরই এই রকম। যে সময় সকলে ভাবতে থাকে ওর খেলা ফুরিয়ে গিয়েছে, ঠিক সেই সময়ই জ্বলে ওঠে। এটা বরাবর দেখে এসেছি। তাই আমি অবাক নই। সুনীল যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা দেখায় সেটা আমি অন্য কারোর মধ্যে দেখতে পারিনি। বাবাকে দেখেছি। দারুণ নিয়ম মেনে চলতে। আর এখন সুনীলকে দেখছি। ওর মতো শৃঙ্খলাবোধ ভারতের অন্য কোনও ফুটবলারের রয়েছে কিনা তা সন্দেহ। আজ যারা ভালো খেলবে তারা জিতবে। তবে আমার সমর্থন থাকবে বেঙ্গালুরুর দিকে। 

Advertisement

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে ম্যাচ। ৯০ মিনিটের লড়াইয়ের শেষে মিমাংসা না হলে ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে। সেখানেও ফল না পাওয়া গেলে, টাইব্রেকারে গড়াবে ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন দুই দলের সমর্থকরা।

Advertisement