Ravi Dahiya Vinesh Phogat CWG Gold: কমনওয়েলথে ভারতের ৩ সোনা। শনিবার সেগুলো এসেছে কুস্তি থেকে। রবি দাহিয়া, নবীন এবং ভিনেশ ফোগাট সোনা জিতেছেন। শুভেচ্ছ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের এই সাফল্যে দেশের খুশির জোয়ার।
এবার নবীন
শনিবার বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ফাইনালে পাকিস্তানের মুহাম্মদ শরিফ তাহিরকে ৯-০ ব্যবধানে পরাজিত করে নবীন কুস্তিতে ভারতের ষষ্ঠ সোনা জিতেছেন।
সেরা রবি
পুরুষদের ৫৭ কেজি ওজন বিভাগে ভারতের হয়ে সোনা জিতেছেন রবি দাহিয়া। দাহিয়া নাইজেরিয়ার ই এন উইলসনকে হারালেন। ফল ১০-০। এই ম্যাচ জিততে রবি দাহিয়ার তিন মিনিটেরও কম সময় লেগেছে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে এটি ভারতের ১০তম স্বর্ণপদক।
He played like a champion and brings immense pride for our nation. Congratulations to the phenomenal @ravidahiya60 for winning a Gold at the Birmingham CWG. His success proves that no dream is too big if one is passionate and dedicated. #Cheer4India pic.twitter.com/SfRRb4ZGb0
— Narendra Modi (@narendramodi) August 6, 2022
সোনা জিতেছেন ভিনেশ
ভারতের হয়ে ১১তম স্বর্ণপদক জিতেছেন ভিনেশ ফোগাট। ভিনেশ তাঁর ৫৩ কেজি ওজন ক্যাটিগরির শেষ ম্যাচে শ্রীলঙ্কার কেশনি মাদুরাভালগেকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন।
ব্রোঞ্জ জিতেছেন পূজা
কুস্তিতে আরও পদক পেয়েছে ভারত। দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন পূজা গেহলট। ব্রোঞ্জ পদকের ম্যাচে স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাককে ১২-২ ফলাফলে পরাজিত করেন পূজা।
Congratulations to Pooja Gehlot on winning a Bronze medal in wrestling. She bravely fought throughout and demonstrated exceptional technical superiority through the games. All the best to her for her upcoming endeavours. #Cheer4India pic.twitter.com/IIJWyTobsO
— Narendra Modi (@narendramodi) August 6, 2022Advertisement
আরও পড়ুন: Artificial Intelligence দেবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট
আরও পড়ুন: ওজন কমাতে-হার্ট ভাল রাখতে বাদাম সুপের জুড়ি নেই, বাড়িতেই বানান
আরও পড়ুন: কোনও নদী না পেরিয়ে আপনি ঠিক কতদূর হেঁটে যেতে পারেন?
আরও পড়ুন: এই স্কিমে পান দেড় কোটি টাকা, রিটায়ারমেন্টের পর দারুণ কাজে লাগবে
জ্যাসমিনের ব্রোঞ্জ
বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া সেমিফাইনাল ম্যাচে হেরে গেছেন। যার মানে তাকে এখন ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। জেসমিন ইংল্যান্ডের জেমা পেগ রিচার্ডসনের কাছে ৩-২ ফলে পরাজিত হন।
লন বোলে সিলভার
টিম ইন্ডিয়া লন বলের পুরুষদের টিম ইভেন্টে রূপোর পদক জিতেছে। ফাইনালে সুনীল, নবনীত, চন্দন ও দিনেশের নেতৃত্বাধীন দলটি উত্তর আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। এর আগে মহিলা দল লন বলে সোনা জিতেছে।
Proud of Sunil Bahadur, Navneet Singh, Chandan Kumar Singh and Dinesh Kumar, who have won a Silver medal in Lawn Bowls. Their teamwork and tenacity are admirable. Best wishes to them for their future endeavours. #Cheer4India pic.twitter.com/I86wJywzrt
— Narendra Modi (@narendramodi) August 6, 2022