ইস্টবেঙ্গলের (East Bengal) নজরে এবার আরও দুই বিদেশি ফুটবলার। কোচ চূড়ান্ত করে ফেলার পর, এবার তাঁদের নজরে এক বিদেশি ফরোয়ার্ড এবং ডিফেন্ডার। শোনা যাচ্ছে, জামাইকার সেন্টার ফরোয়ার্ড দেশহর্ন ব্রাউন (Deshorn Brown) এবং সেনেগালের সেন্টার ব্যাক মউরতাদা ফলকে (Mourtada Fall) দলে নিতে পারে তাঁরা।
ইতিমধ্যেই স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) সঙ্গে দুই বছরের চুক্তি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আর এবার ভালো মানের ফুটবলার দলে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে ঝাঁপাচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। গত মরশুমে দারুণ ছন্দে ছিলেন ক্লেইটন সিলভা (Cleiton Silva)। এই মরশুম চলাকালীনই ক্লেইটনের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে আরও একজন বিদেশি স্ট্রাইকারকে দলে নিতে চাইছে লাল-হলুদ। সেই জন্যই দেশহর্ন ব্রাউনকে সই করাতে পারে তারা। ১ কোটি ৬০ লক্ষ টাকায় তাঁকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United FC), বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) হয়ে খেলছেন ব্রাউন। ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ৩৯ ম্যাচে ১৫টি গোল ২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর।
আরও পড়ুন: তারকা মিডফিল্ডার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? জোর জল্পনা
পাশাপাশি আরও দুই স্ট্রাইকারকে নিতে চাইছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) হাভিয়ের সিভেরিয়ো (Javier Siverio) এবং কেরল ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) দিমিত্রিয়স দিয়ামনতাকোস (Dimitrios Diamantakos)। ক্লেটনের পাশাপাশি গোল করার লোক বাড়াতে আরও তিন স্ট্রাইকারকে দলে নিতে চাইছে।
আরও পড়ুন: ডার্বির পর ফের জিতল ইস্টবেঙ্গল, জোড়া গোল জাংরার
সেনেগালের সেন্টার ব্যাক মউরতাদা ফল এখনও অবধি ১৮টা ম্যাচ খেলেছেন। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) এই সেন্ট্রাল ডিফেন্ডার একটি গোলও করেছেন। ২টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ১৮টি ইন্টারসেপশন ও ৭৮টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর। গত মরশুমে প্রচুর গোল করলেও, গোল খেয়েছে ইস্টবেঙ্গল। যার জেরে এগিয়ে থেকেও অধিকাংশ ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কোচ হিসেবে বেশ সফল কুয়াদ্রাত। ২০১৮-১৯ মরশুমে তিনিই বেঙ্গালুরু এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করেন। স্টিফেনের পর নতুন কোচকে ঘিরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।