FIFA World Cup 2022: দারুণ ছন্দে মেসি-দি মারিয়া, UAE-কে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা, VIDEO

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে লিওনেল মেসি। সাংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৪ মিনিটে দারুণ গোল করলেন তিনি। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

Advertisement
দারুণ ছন্দে মেসি-দি মারিয়া, UAE-কে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা, VIDEO  লিওনেল মেসি
হাইলাইটস
  • প্রস্তুতি ম্যাচে ৫-০ গোলে জিতল আর্জেন্টিনা
  • দুই গোল দি মারিয়ার

বিশ্বকাপে নামার আগে দারুণ ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরশাহির  বিরুদ্ধে ৫-০ গোলে জিতল আর্জেন্টিনা। নিজে গোল করলেন আবার গোল করালেন আর্জেন্টাইন সুপারস্টার। 

প্রথম গোলের ক্ষেত্রেও কৃতিত্ব সেই মেসির। ম্যাচের ১৭ মিনিটে আলভারেসের জন্য গোলের বল সাজিয়ে দেন তিনি। ডানদিকে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন মেসি। চাইলে নিজেও শট করে গোল করে যেতে পারতেন তিনি। তবে আলভারেজকে পাস দেন তিনি। গোল করতে ভুল করেননি তিনি। 

আরও পড়ুন: বিশ্বকাপে ফেভারিট দল বাছলেন মেসি, তালিকায় কারা?

২৫ মিনিটে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে যান দি মারিয়া। বাঁ দিক থেকে মার্কোস আকুনার দুরন্ত সেন্টার দি মারিয়ার পায়ে এসে পড়ে। দারুণ ভলিতে গোল করে যান দি মারিয়া। 

আরও পড়ুন: ফুটবলের স্টাইলটাই বদলে দিতে পারে এবারের বিশ্বকাপ, দাবি রোনাল্ডোর

৩৬ মিনিটে আবারও গোল করেন দি মারিয়া। অ্যালেক্সিস আলিস্তের পাস ধরে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েন দি মারিয়া। গোলরক্ষক সহ আরও দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে যান তিনি। 

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে লিওনেল মেসি। সাংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৪ মিনিটে দারুণ গোল করলেন তিনি। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তাঁর পা থেকেই আক্রমণ শুরু হয়। শেষে ডানদিকের কোনায় চলে গেলেও দারুণ দক্ষতায় দ্বিতীয় পোস্টে শট রাখেন আর্জেন্টিনার সুপারস্টার। বল জড়িয়ে যায় জালে। গোলরক্ষকের কিছুই করার ছিল না।  

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পঞ্চম গোল আসে ৬০ মিনিটে। গোল করেন জোয়াকুইন কোরেয়া। তিন ফুটবলারকে আড়াল করে গোল করে যান ফরোয়ার্ড।


 

POST A COMMENT
Advertisement