কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে সুইৎজারল্যান্ড (Portugal vs Switzerland)। তবে তার আগে স্পেন খেলবে মরক্কোর বিরুদ্ধে। ভক্তরা পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচের দিকে বিশেষ নজর রাখবেন। কারণ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নামবেন এই ম্যাচে। এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
স্প্যানিশ (Spain) দল তাদের শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে। এখন জাপানও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে তারা। ম্যাচ যদি টাইব্রেকারে চলে যায়, তার জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছেন মোরাতারা।
আরও পড়ুন: গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপে, মেসি কত নম্বরে?
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। পর্তুগালও তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছে। রাউন্ড-১৬-তে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচটি পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে তাদের। রোনাল্ডোর এমন বিদায় নিশ্চিতভাবেই চাইবেন না পর্তুগাল দলের ফুটবলার ও সমর্থকরা। এখানে জয় অপরিহার্য, তা না হলে রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে।
ফিফা বিশ্বকাপ ২০২২ এর আজকের ম্যাচগুলি
• রাত ৮.৩০ মরক্কো বনাম স্পেন
• পর্তুগাল বনাম সুইজারল্যান্ড রাত ১২.৩০
আরও পড়ুন: দঃ কোরিয়াকে হারিয়ে শেষ আটে ব্রাজিল, পেলেকে বার্তা নেইমারদের
কোথায় দেখা যাবে ম্যাচ?
মোবাইল বাঁ ল্যাপটপে বিনা মূল্যে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে দেখা যাবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। বিভিন্ন ভাষায় দেখতে পারবেন ম্যাচ। টেলিভিশনে ম্যাচ দেখা যাবে স্পোর্টস -১৮ (Sports- 18) চ্যানেলে।
কোয়ার্টার ফাইনালের সময়সূচী
• ৯ ডিসেম্বর - ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, রাত ৮.৩০
• ১০ ডিসেম্বর - নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা, রাত ১২.৩০
• ১০ ডিসেম্বর - নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা, রাত ১২.৩০
• ১০ ডিসেম্বর - T/C, রাত ৮.৩০
• ১১ ডিসেম্বর - ইংল্যান্ড বনাম ফ্রান্স রাত ১২.৩০