India vs South Africa ODI Series: দঃ আফ্রিকা সিরিজে আজ প্রথম ODI ভারতের, কেমন সম্ভাব্য দল?

এই সিরিজে রজত পাতিদারের দিকেই সকলের নজর থাকবে। কারণ তিনি অভিষেক করতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই বছরের আইপিএলে ২৯ বছর বয়সী এই ব্যাটার দারুণ পারফর্ম করেছেন। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফর্ম করে নিজের জায়গা পাকা করেছেন রজত।

Advertisement
দঃ আফ্রিকা সিরিজে আজ প্রথম ODI ভারতের, কেমন সম্ভাব্য দল?টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • দলে সুযোগ পেতে পারেন রজত পাতিদার
  • টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গেলএন রোহিতরা

ভারতীয় দলে (Team India) অভিষেক হতে পারে রজত পাতিদারের (rajat patidar)। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দলে আসতে পারেন তিনি। টি২০ সিরিজ জেতার পরে টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছুটা অনভিজ্ঞ দল নামাচ্ছে ভারত। এই দলে যারা রয়েছেন তারা মূল দলে জায়গা পেতে পারেন। এই জন্যই তিন ম্যাচের এই সিরিজে ভাল খেলা খুব জরুরী এই নতুন ক্রিকেটারদের জন্য।

শুভমান গিল (Shubman Gill) সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ডান-হাতি ব্যাটার অ্যানরিচ নর্টজে এবং কাগিসো রাবাদার সমন্বয়ে গঠিত শক্তিশালী দক্ষিণ আফ্রিকান বোলিং লাইনআপের বিরুদ্ধে সিরিজ চলাকালীন বড় অবদান রাখবেন। এই সিরিজে রজত পাতিদারের দিকেই সকলের নজর থাকবে। কারণ তিনি অভিষেক করতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই বছরের আইপিএলে ২৯ বছর বয়সী এই ব্যাটার দারুণ পারফর্ম করেছেন। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফর্ম করে নিজের জায়গা পাকা করেছেন রজত।

আরও পড়ুন: ICC T20 র‍্যাঙ্কিংয়ে টক্কর সূর্যকুমার ও রিজওয়ানের, বিরাট-রোহিতরা আরও পিছিয়ে

বোলারদের মধ্যে দলে রয়েছেন শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ ও আভেশ খান। বিশ্বকাপে, অস্ট্রেলিয়া যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা এই তিনটি ম্যাচকে পাখির চোখ করবে। অধিনায়ক টেম্বা বাভুমাকে বড় রান করে ফর্মে ফিরতে হবে। 

আরও পড়ুন: বুমরার বদলে দলে ঢুকছেন শামি-ই? দ্রাবিড়ের কথায় জল্পনা

প্রোটিয়ারা রাবাদা, প্রিটোরিয়াস এবং নর্টজের পেসের পাশপাশি স্পিনার হিসেবে কেশব মহারাজকেও সঙ্গে পাবেন বলেই আশা করা যায়।

সম্ভাব্য একাদশ

ভারত: শিখর ধাওয়ান (সি), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রজত পতিদার, ইশান কিশান, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, দীপক চাহার, কুলদীপ যাদব, আভেশ খান, মহম্মদ সিরাজ।

দক্ষিন আফ্রিকা: জ্যানেম্যান মালান, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (সি), এইডেন মার্করাম, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

Advertisement

POST A COMMENT
Advertisement