ক্রিকেট বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলবে। ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ। এই প্রথম ক্রিকেটের সবচেয়ে যুদ্ধের আসর বসছে ভারতেই। সব কটি খেলা ভারিতেই হবে। এর আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারত বিশ্বকাপের আয়োজন করেছিল, কিন্তু সব কটি ম্যাচ ভারতে সে বার খেলা হয়নি। এবারের বিশ্বকাপ ১৩তম। এর আগে ১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১২টি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ১৯ নভেম্বর ২০২৩ সালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। ২০১১ সালের পর এবার ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে খেতাব জেতার জন্য মাঠে নামছে ভারতীয় দল।