Advertisement

বিহার

Bihar: 'নমক হারাম' Muslim দের ভোট চাই না! রাজ্য়ে Election র আগে BJP নেতার বেফাঁস মন্তব্য শুনুন

21 Oct 2025

BJP দলটা হিন্দুদের নিয়ে একটু বেশিভাবে। মুসলিমদের নিয়ে ভাবে না। এই অভিযোগ বহু সময় সামনে এসেছে। এবার ভোটের BJPর প্রথম সারির এক নেতা সেই হিন্দু মুসলিম নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। যেকোনও ভোটে সংখ্যালঘুদের একটা ভূমিকা থাকে। এবার এই BJP বলছেন নমক হারাম মুসলিমদের ভোট চাই না। ভাবতে পারছেন, প্রকাশ্য মঞ্চে কথা বলতে বলতে তিনি মুসলিমদের নমক হারাম বলছেন। আর ভোটের মুখে তিনি বলছেন তিনি মুসলিমদের ভোট চান না। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতি নতুন করে উত্তপ্ত হল।

RJD Leader: ‘টাকা দিইনি তাই টিকিট দেয়নি’, জামা ছিঁড়ে হাঁউ হাঁউ করে কান্না নেতার

20 Oct 2025

2020 সালে লালুপ্রসাদ যাদব রাঁচিতে ডেকে আমাকে বলেছিলেন যে ভোটে লড়াই করো, আমি টিকিট দেব। প্রচারের জন্য যে জমি ছিল বেচে দিয়েছি। 2025 সালে তেজস্বী যাদব সরে যাবে। লালু যাদব আার গুরু। বেঁচে আর কী করব। আমি এখানেই থেকে শেষ হয়ে যাব। টিকিট না পেয়ে লালু যাদবের বাড়ির সামনে জামা ছিঁড়ে হাঁউ হাঁউ করে কান্নায় ভেঙে পড়লেন এক নেতা।

Advertisement