বিহার ভোট শেষ হতেই বিস্ফোরক অভিযোগ আনল প্রশান্ত কিশোরের দল জন-সুরজ। তাদের দাবি, উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১৪,০০০ কোটি টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে ভোটের আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অনুদান পাঠানো হয়েছে।
বিহারে NDA ঝড়। নীতিশ, তেজস্বী দ্বৈরথের মাঝে অনেকটাই যেন আবছা প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ (JSP)। বিহার নির্বাচনে একটিও আসনেও খাতা খুলতে পারেনি JSP। ২৩৮টি আসনে লড়েও JSP-র এই ফল।
বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। এনডিএ-এর জয় প্রায় নিশ্চিত। আর এরই মাঝে বিহারে ঝড় তুলল 'এ রাজাজি...'।