scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp New Features: হোয়াটস্যাপের নতুন ফিচার, বদলে যাবে রং, করতে পারবেন ড্রয়িংও

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk one
  • 1/10

WhatsApp New Features: হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ আরও একটা নতুন ফিচার যোগ হতে চলেছে। অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ ভার্সনে এটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন ড্রয়িং টুল এবং পেনসিল টুলপ পাবেন। এর পাশাপাশি ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন চ্যাট বাবল কালারের অপশন পাবেন। 

আরও পড়ুন: টাটা-বিড়লার এই ২ শেয়ার মালামাল করে দিয়েছে, ২,৭০০ শতাংশ রিটার্ন

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk two
  • 2/10

এর পাশাপাশি নতুন ডার্ক ব্লু কালারও পাবেন। যা কেবল ডার্ক থিমে নজর আসবে। হোয়াটসঅ্য়াপ (WhatsApp) ইমোজি রিঅ্য়াকশন ট্যাব নিয়েও পরীক্ষা করছে।

আরও পড়ুন:  'নিউ ইয়ারে আমি খাইয়ে দেব,' বিহারে বিষ মেশানো খাবার দিয়ে স্ত্রীকে খুন

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk three
  • 3/10

ডবললুএবেটাইনফো (WBBetaInfo) জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) শিগগিরি তাদের অ্য়ান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ড্রয়িং টুল আনতে চলেছে। এই অ্য়াপ পরের আপডেটে ইমেজ এবং ভিডিওর জন্য নয়া পেনসিল টুলও অ্যাড করতে চলেছে। 

আরও পড়ুন:  কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

Advertisement
WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk four
  • 4/10

এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ কেবল একটাই পেনসিল টুল পাওয়া যায়। যা খুব তাড়াতাড়ি বেড়ে ২ হয়ে যাবে। 

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk five
  • 5/10

হোয়াটসঅ্যাপ ফোটো ব্লার টুল নিয়েও কাজ করছে। যা পরের আপডেটে পাওয়া যেতে পারে। 

আরও পড়ুন: রিটার্ন দিয়েছে ১১, ৬৬৪ শতাংশ, মানে ১ লক্ষ টাকা রেখে পেয়েছেন ১ কোটি ১৭ লক্ষ

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk six
  • 6/10

এখন এই ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিটা-র অ্যান্ড্রয়েড ২.২২.৩.৫ (Beta Android 2.22.3.5) আপডেটে স্পট করা গিয়েছে। ডিফল্ট রূপে এই ফিচার ডিজঅ্যাবল করা রয়েছে। 
 

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk seven
  • 7/10

জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিজেদের ম্য়াকওএস (MacOS)-এর জন্য নয়া ফিচার আনছে। আনা হতে পারে নয়া কালার ফিচার। এটি হোয়াটসঅ্যাপ বিটা-র অ্যান্ড্রয়েড ২.২২০১.২.০ (Beta Android 2.2201.2.0) আপডেটে স্পট করা গিয়েছে। 

 

Advertisement
WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk eight
  • 8/10

রিপোর্ট অনুসারে, এটা ডার্ক থিমে দেখা যাবে। আর চ্যাট বাবল আগের থেকে বেশি সবুজ রঙের হবে। এর পাশাপাশি অ্য়াপে আরও কিছু রঙের পরিবর্তন দেখা যাবে।

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk nine
  • 9/10

হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইওএস (iOS)-এ নতুন নোটিফিকেশন সেটিং পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এর মাধ্যমে ইউজার বেছে নিতে পারবেন, তাঁদের কোনটা দরকার আর কোনটা দরকার নেই। ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ চ্যাট- দুই ক্ষেত্রেই তা পাওয়া যাবে।

 

WhatsApp to introduce new features like photo blur colour scheme and more abk ten
  • 10/10

পাশাপাশি আরও একটি ফিচার জুড়তে চলেছে সেখানে। কে আপনার মেসেজ লাইক করেছেন, আর কোন ইমোজি ব্যবহার করেছেন, তা জানা যাবে। মানে এই ফিটার রিঅক্যাশন ইনফর্মেশন দেবে।

Advertisement