scorecardresearch
 
Advertisement
অলিম্পিকের খবর

হকিতে ঐতিহাসিক পদক! ভারত-জার্মানি ম্যাচের ৫ টার্নিং পয়েন্ট

অলিম্পিকে রেকর্ড
  • 1/6

অলিম্পিকে রেকর্ড। পুরষ হকি দল জিতল ব্রোঞ্জ। দীর্ঘ ৪১ বছর পরে হকিতে পদক পেল ভারত। এদিন জার্মানির বিরুদ্ধে ম্যাচ কেমন ছিল, জানুন ম্যাচের ৫টা বড় পয়েন্ট। (সব ছবি-পিটিআই)
 

এদিন শুরুতেই
  • 2/6

এদিন শুরুতেই ম্যাচে টানটান উত্তেজনা ছিল। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে ১ গোল করে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ১৭ মিনিটে গোল করে সমতায় ফেরে ভারত। 

কিন্তু দ্বিতীয়
  • 3/6

কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলে জার্মানি। ম্যাচের ফল হয়ে যায় একসময়ে ৩-১। দুই গোলে এগিয়ে থাকে জার্মানি। কিন্তু ভারতের পাল্টা লড়াইয়ে সমতায় ফেরে ম্যাচ। খেলার ফলাফল হয় ৩-৩। 

Advertisement
তারপরেই পাল্টা
  • 4/6

তারপরেই পাল্টা আক্রমণ শুরু করে ভারত। ম্যাচের ফল হয় ৫-৩। দুই গোলে অনেকক্ষণ ধরে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। চতুর্থ কোয়ার্টারের একদম শেষে চলে টানটান উত্তেজনা।

ম্যাচ শেষের
  • 5/6

ম্যাচ শেষের কয়েকমিনিট আগে আক্রমণের ঝাঁজ তোলে জার্মানি। ১টি গোলও তারা করে ফেলে। ম্যাচের ফল হল ৫-৪ এ। তখন পেনাল্টি কর্নারও পায় জার্মানি। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। দুর্দান্ত ডিফেন্স করে ভারত।

তারপর আর
  • 6/6

তারপর আর গোলের মুখ খুলতে পারেনি তারা। ৫-৪ গোলে ম্যাচ জেতে ভারত। ফলে অলিম্পিকের ভারতীয় হকি দলের ট্রফির খরা কাটল দীর্ঘ ৪১ বছর পরে। 

Advertisement