টোকিও অলিম্পিকে গত কয়েকদিনে ভারতের পক্ষে খুব ভালো যাচ্ছে। বক্সিংয়ের পরে এবার পদক এসেছে হকিতেও। প্রায় দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিকে হকিতে পদক এসেছে। মনে করা হচ্ছে, এবারের অলিম্পিকে ভারত সব রেকর্ড ছাড়িয়ে ৬টি মেডেল আনতে পারে। অন্যদিকে একই সঙ্গে তৎপরতা দেখা গিয়েছে গুজরাতে আহমেদাবাদে।
কী এই প্রকল্প
সম্প্রতি আহমেদাবাদের নির্মিত স্পোর্টস কমপ্লেক্স প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেখানে সাঁতার, টেনিস এবং অন্যান্য খেলাধুলার জন্য স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। একই সঙ্গে প্রচুর মানুষের থাকার জন্য বাসস্থানও তৈরি করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ২০৩৬ অলিম্পিকের দিকে তাকিয়ে এই প্রস্তূতি?কারণ, ২০৩৬ এর অলিম্পিক কোন দেশে হবে, তা এখনও নির্ধারন করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে ভারত এই অলিম্পিকের আয়োজক দেশের যোগ্যতা পাওয়া চেষ্টা করতে পারে। আহমেদাবাদ পৌর কর্পোরেশনের মুকেশ কুমার একটি ভিডিও টুইট করেছেন। যেখানে নারায়ণপুরায় নির্মিত স্পোর্টস কমপ্লেক্স সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই কমপ্লেক্সে সাঁতার, টেনিস এবং অন্যান্য খেলাধুলার জন্য স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এর বাইরে, মানুষের থাকার ব্যবস্থাও করা হচ্ছে, যাতে সব ধরনের জিনিস এক জায়গায় পাওয়া যায়।
AMC
— Mukesh Kumar (@Mukeshias) August 5, 2021
AHMEDABAD: The Union Ministry of Finance has given it administrative approval to sanction funds for the upcoming world-class sports complex at Naranpura in Ahmedabad. https://t.co/OtBeZCn7T0@AmdavadAMC @InfoGujarat @MoHUA_India pic.twitter.com/lKJ8j0jYj4
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামও এই কমপ্লেক্সে নির্মিত হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এমন পরিস্থিতিতে যদি অলিম্পিকের জন্য ভারত থেকে বিড আসে, তাহলে আহমেদাবাদ শহরের নাম উঠে আসতে পারে।
কেন জল্পনা
২০২০ অলিম্পিক এইবার ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে, যা জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে। এর পরে, পরবর্তী তিনটি অলিম্পিক ২০২৪, ২০২৮, ২০৩২ এর জন্য ইতিমধ্যে বিড করা হয়েছে। যা যথাক্রমে প্যারিস, লস এঞ্জেলেস এবং ব্রিসব্রনে খেলা হবে। এর পরে, ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ অলিম্পিকের জন্য বিডিং করতে হবে। মনে করা হচ্ছে, ভারত ২০৩৬ এর জন্য ঝাঁপাতে পারে। ভারতে এখন পর্যন্ত কোনও অলিম্পিকের আয়োজন হয়নি।