Manu Bhaker Paris Olympics 2024 Medal Hattrick: প্যারিস অলিম্পিকে হ্যাটট্রিকের সামনে ভারতীয় শুটার মনু ভাকের। দুটি পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। এখন ২৫ মিটার এয়াররাইফেল ইভেন্টে সোনা জেতার কাছাকাছি মনু। মোট ৫৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেন মনু। ভারতের আরও এক শুটার ইশা সিং যদিও হতাশ করেছেন, তিনি ১৮ নম্বর স্থানে শেষ করেছেন। ফাইনাল ম্যাচটি হবে আজ (৩ আগস্ট) ভারতীয় সময় দুপুর ১ টায়।
ভারতের পুরুষ ও মহিলা হকি অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) এবং রানী রামপাল (Rani Rampal) যথাক্রমে টোকিওতে অলিম্পিক ( Tokyo Olympics) প্রচার চালানোর কারণে বিশ্বজুড়ে দলের অনুরাগীদের সমর্থন চেয়েছেন।
প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) হকিতে ফের ব্রোঞ্জ জিতল ভারতীয় দল (Indian Hockey Team)। টোকিও অলিম্পিকেও (Tokyo Olympics 2022) তিন নম্বরে শেষ করেছিল ভারত। আর তিন বছর বাদে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতল হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)। প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়ে ভারতীয় দল। পেনাল্টি স্ট্রোক পায় স্পেন (Spain)। সেখান থেকে গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয় কোয়ার্টারে দারুনভাবে ফিরে আসে ভারত।
কুস্তিতে ভারত এবারের অলিম্পিকে খুব ভাল পারফর্ম করতে পারেনি। আর সে কারণে এবার কুস্তিগীরদেরই কাঠগড়ায় তুললেন বিশ্ব রেসলিং ফেডারেশনের কর্তা। ছয় জনের মধ্যে কেবল একজনই জিতেছেন পদক। ৫৭ কেজি বিভাগে আমান শেরাওয়াত ব্রোঞ্জ জিতেছেন। আর ভিনেশ ফোগাটের মামলা এখনও বিচারাধীন। তবে এত কম পদক এল কেন? সঞ্জয় মনে করেন, আন্দোলন করার কারণেই পদক জিততে পারেননি কুস্তিগীররা।
২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। IOC-এর প্রেসিডেন্ট থমাস বাখ জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশ করা শহরগুলির সংখ্যা দশটিরও বেশি।
Tokyo Paralympics-এ ফের সোনা পদক জয় ভারতের। এবার জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্টিল। এই প্রতিযোগিতায় এই নিয়ে দেশের জন্য ৩টি এনে দিলেন তিনি।
প্রবল জ্বর অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার। যার জেরে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।
অলিম্পিকে মেডেল জিতেছেন ভারতের ৭ অ্যাথলিট। এই মুহূর্তে তাঁরা তারকা। এবার তাঁরা থাকছেন আজতকের সঙ্গে সারাদিন। শনিবার এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন জয় হো! সিতারো কা সম্মান (Jai Ho Sitaron Ka Samman)। এই অনুষ্ঠানে হাজির থাকবেন তারকা রবি দাহিয়া, পিভি সিন্ধু, নীরজ চোপড়া ভারতের প্রতিটি পদক জয়ী অ্যাথলিট। দেখুন কী বলছেন তাঁরা। চোখ রাখুন আজতক বাংলার এই প্রতিবেদনে।
মীরাবাই চনু এবার যোগ দিলেন Sitaron Ka samman অনুষ্ঠানে। ওয়েটলিফ্টিংয়ে টোকিও অলিম্পিকে রুপো জয়ী অ্যাথলিট মীরবাই চনু। তিনি বললেন, ''এই যাত্রা আমার জন্য ভালো ছিল। শুরুতে কঠিন ছিল।''
আপাতত কিছুদিন বিশ্রাম করবেন অসমের মেয়ে টোকিওতে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোঁহেইন। এবার নিজের জীবনের অন্যতম লড়াইয়ের কথা জানালেন ভারতীয় এই মহিলা বক্সার।