Kacha Badam Singer Bhuban Badyakar: কয়েকদিন আগে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার করলে পড়েন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। এবার এই গাড়ি দুর্ঘটনা নিয়ে নতুন গান বাঁধলেন ভুবন। আজতক বাংলার সঙ্গে একান্তে কথাও বললেন।
আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য বিপজ্জনক, এই ১০ ঘরোয়া উপায়েই মুশকিল আসান
শুক্রবার সকালে তিনি বোলপুরে আসেন। এদিন গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে গানের সত্ব বিক্রির টাকার এক অংশ দেওয়া হয়।
কাঁচা বাদাম গানের সত্ব বিক্রি করার জন্য দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই সংস্থা মোট তিন লক্ষ টাকা তুলে দিল ভুবনের হাতে।
সেই গানটা হল, "আমার নতুন গাড়ি/ ড্রাইভারি আমি শখ যে করি/ দিওয়ালে দাদা ধাক্কা মারি/ বাঁচিয়েছেন আমায় গৌরহরি, গৌরহরি, আমার গৌরহরি।"
তিনি জানান, কাঁচা বাদাম বিক্রি করা আপাতত ছাড়ছেন না। আগে যেমন গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন, তেমনই করবেন।
তিনি মুম্বই যাচ্ছেন অনুষ্ঠানে যোগ দিতে। দিন কয়েক আগে কলকাতায় এসেছিলেন। জিন্স-টি-শার্ট পরে গান গেয়ে মাতিয়ে দেন মহানগর।
ভুবন বাদ্যকর একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছেন। দিন কয়েক আগে সেই গাড়িটি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
তারপরেই সেই গাড়ির গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরেই একটি দেওয়ালে ধাক্কা মারে তার গাড়ি। ধাক্কা মারা সঙ্গে সঙ্গে স্টিয়ারিংয়ে ধাক্কা লাগে তাঁর বুকে।
দুর্ঘটনার পরেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছিল।