Kacha Badam: এ বারের পুরনির্বাচনে তৃণমুল প্রার্থীর প্রচারে কাঁচা বাদাম (Kacha Badam) গানের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এর আগে তিনি কলকাতা পুরসভার ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন। নিজের গানে মাতিয়ে দিলে তল্লাট।
আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে হলে প্রবীণদের মানতেই হবে এই ৫ বিষয়
সোমবার আসানসোল (Asansol) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমুল কংগ্রেসের প্রার্থী উৎপল সিন্হার প্রচারে এলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।
আরও পড়ুন: এবং ঈপ্সিতার কলমে রাজর্ষির 'লেডি ম্যাকবেথ' মিথিলা! কীভাবে সম্ভব হল?
আসানসোল (Asansol) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পরিড়াতে এক জনসভায় উপস্থিত হয়ে সেখানে কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে সকলের মনোরঞ্জন করান ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।
আরও পড়ুন: টাক পড়ছে? ছেলেদের মাথায় গজাবে নতুন চুল, উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা
তবে করোনা আবহে একদিকে ভিড় ও অন্য দিকে বেশ কিছু মানুষকে মাস্ক না পরেই জমায়েত করতে দেখা যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে বাদামের প্য়াকেট ছুড়ে দেওয়া হয় সেখান উপস্থিত মানুষদের উদ্দেশে।
আরও পড়ুন: উগসর্গ থাকলেই COVID পরীক্ষা করাতে হবে, রাজ্যের কাছে দাবি দিলীপের
করোনা বিধি নিয়ে প্রার্থী উৎপল সিন্হা বলেন, আমরা দলের তরফ থেকে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা রেখে ছিলাম।
আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে
এদিকে ভুবন বাদ্যকরকে কোভিড বিধি নিয়ে জানতে চাইলে তিনি (Bhuban Badyakar) বলেন, কোভিড বিধি মেনে মাস্ক পরা দরকার।
আরও পড়ুন: COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা
তিনি শুধু তৃণমূলের হয়েই প্রচার করবেন। আর কারও হয়ে প্রচার করবেন না। আগামী দিনে তিনি (Bhuban Badyakar) বাদাম বিক্রি না করে শিল্পী হয়ে থাকতে চান।