scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Saturday: শনি-রবিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 1/8

উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত। যদিও শুক্রবার গত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। তবু আপাতত বৃষ্টি বন্ধ হওয়ার কোনও খবর নেই। সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 2/8

এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। 

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 3/8

শুক্রবারে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের তরফে  বলা হয়েছে শুক্রবারও জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 4/8

অন্যদিকে এই একই সময়ে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 5/8

শনিবার ও রবিবারের আবহাওয়া আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। শনিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। 

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 6/8

রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এদিনে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 7/8

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ধস সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড় ও ডুয়ার্সের নদীগুলিতে জলস্ফীতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বিশেষ করে যে নদীগুলিতে জল থাকে না তেমন, সেখানে আচমকা হড়পা বান আসতে পারে। 

 

Advertisement
উত্তরে বৃষ্টি অব্যাহত
  • 8/8

পাশাপাশি উত্তরবঙ্গের নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাত সতর্কতা জারি করা হয়েছে। বাজ পড়ার সময় জমিতে না থাকারপরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement