Rain Alert: আবহাওয়ার বড় রকমের কোনও পরিবর্তনের আভাস নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।
এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও, এর ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে বেশ কিছু জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিন।
৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।