scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

Rain Alert: আবহাওয়ার বড় বদল, ৭ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

পরিবর্তনের
  • 1/8

Rain Alert: আবহাওয়ার বড় রকমের কোনও পরিবর্তনের আভাস নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।

বৃষ্টিপাতের
  • 2/8

এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

সেলসিয়াসের
  • 3/8

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Advertisement
উত্তরবঙ্গে
  • 4/8

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও, এর ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে বেশ কিছু জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

সতর্কতা
  • 5/8

শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

দিনাজপুরে
  • 6/8

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিন। 

দক্ষিণবঙ্গে
  • 7/8

৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।

Advertisement
উত্তরবঙ্গের
  • 8/8

চলতি বর্ষার মরসুমে একাধিকবার ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকে উত্তরবঙ্গের জেলাগুলি। কিন্তু তার বিপরীত চিত্র দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। অগাস্টের মাঝামাঝি সময়ে নিম্নচাপের হাত ধরে কিছুটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।
 

Advertisement