Nor'westers in Jalpaiguri and Siliguri: টানা গরমে নাজেহাল হয়েছেন মানুষ। বৃষ্টি না হলে স্বস্তি মিলছিল নাম মোটেই। এরই মধ্য়ে ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি দিল জলপাইগুড়ি, শিলিগুড়িকে। কালবৈশাখীর দাপটে শহর ঢেকে যায় কালো মেঘে।
ঝড়জলের কারণে সমস্যাও তৈরি হয়। মেঘে ঢেকে যায় জলপাইগুড়ি এবং শিলিগুড়ির বিভিন্ন অংশ। দিনের বেলায় তৈরি হয় নিকষ কালো অন্ধকার।
ভরদুপুরে যে এমন আঁধার হতে পারে, তা না দেখলে বোঝা যায় না। এমনই ছবি ধরা পড়ল সেখানে।
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হল জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জনজীবন। প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের জন্য রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়। জলপাইগুড়ি শহর-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে এদিন।
জলপাইগুড়ির বিভিন্ন অংশে জল জমে গিয়েছিল। অনেক জায়গায় বৃষ্টি থামার পর অনেক জায়গায় জম নেমে যায়। তবে বেশ কিছু জায়গায় জল জমেছিল। এর জেরে অসুবিধা হয় যানবাহন চলাচলে।
মোটামুটি সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে যায়। অন্ধকার ঘনিয়ে আসে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।
আরও পড়ুন: ডায়াবিটিস রোগীদের জন্য দারুণ উপকারী টমেটো সুপ, বানান বাড়িতেই
তবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কোথাও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেখা গিয়েছে, বাজ পড়ে অনেক গাছে আগুন লেগে যায়। এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
জলপাইগুড়ির বাসিন্দা দিলীপ হালদার জানান, আকাশ মেঘে ভরে গিয়েছে। গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। রাতে যেমন চালানো হয়। আকাশের এমন অবস্থা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। চারিদিকে অন্ধকার। এমন আগে দেখিনি। এমন অন্ধকার দেখে বেশ ভয় লাগছে। টিনের চাল উড়ে যাচ্ছে। গাছপালা ভেঙে পড়ছে।
আরও পড়ুন: বিশ্বভারতীর লেকচার সিরিজে ডাক বিজেপি নেতাকে, প্রতিবাদে SFI
একই অবস্থা শিলিগুড়িতেও। সেখানে সকাল থেকে আকাশ মেঘলা। বেলা ১২টা নাগাদ শহর ঢেকে যায় অন্ধকারে। চারিদিক কালো হয়ে যায়।