scorecardresearch
 
Advertisement
ধর্ম

Basanti Puja 2022 : জগদম্বা মন্দিরে বাসন্তী পুজো, ভোগে ইলিশ, পদ্মকচু, লাউ

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir two
 • 1/13

Basanti Puja 2022: মুর্শিদাবাদের বহরমপুরে এক অন্য রকমের বাসন্তী পুজোর আয়োজন করা হয়। সেখানে ভোগে দেবীকে দেওয়া হয় মাছ। জগদম্বা মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir one
 • 2/13

সেটা স্বপ্নে দেখা মন্দির। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকেন না। তার বদলে থাকেন জয়া-বিজয়া। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir three
 • 3/13

বহরমপুর খাগড়ায় তিন শতকের পুরনো জগদম্বা মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। সেই পুজোকে ঘিরে উৎসবে মেতেছে বহরমপুরবাসী। 

Advertisement
Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir four
 • 4/13

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জগদম্বা মন্দিরে বারো মাসে তেরো পার্বণ হয়। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir five
 • 5/13

এই মন্দিরে যেমন গণেশ পুজো হয়, তেমনই হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী  পুজো। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir six
 • 6/13

বছরের শেষে চৈত্রে চারদিন ধরে চলে বাসন্তী পুজো। বহরমপুর খাগড়ার জগদম্বা মন্দিরের বাসন্তী মায়ের দুইপাশে চার ছেলেমেয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী থাকেন না। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir seven
 • 7/13

পরিবর্তে মায়ের দুইপাশে থাকেন জয়া ও বিজয়া। এমনই হয় সেখানে। দীর্ঘদিন ধরে চলে আসছে সেই রীতি। 

আরও পড়ুন: হোম লোন থাকলে কাজে লাগান এই ৫ টিপস, কমতে পারে EMI-এর বোঝা

আরও পড়ুন: Qute দেশের সবচেয়ে সস্তা 'গাড়ি', ৩৪ কিলোমিটার মাইলেজ, আর কী চাই!

Advertisement
Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir eight
 • 8/13

কমিটির সেক্রেটারি শিবাজি সান্যাল বলেন, এই মন্দিরে যেমন নিষ্ঠা সহকারে দশভূজার আরাধনা করা হয়, তেমনি চৈত্রের শেষে বাসন্তি পুজো করা হয়। এ বছর বাসন্তী পুজো ২৯ বছরে পড়ল।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, ঘিরে রেখেছিল ১২৫ সাপ

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir nine
 • 9/13

তিনি জানান, রবিবার নবমীতে ইলিশ মাছ, পদ্ম কচু এবং লাউয়ের তরকারি এবং পাঁচ ভাজা দিয়ে অন্নভোগ নিবেদন করা হয়। নবমীতে মায়ের প্রসাদ পেতে দুপুর থেকে প্রচুর মানুষের সমাগম হয়। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir ten
 • 10/13

এদিন মধ্যরাত পর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দশমীর সকালে চিড়ে, খই ও দই সহকারে মাকে ভোগ নিবেদন করা হয়। আর তারপর মাকে বিদায় জানানো হয়। 

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir eleven
 • 11/13

বহরমপুর শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুজোর চারদিন জগদম্বা মন্দিরে ভিড় জমান। দর্শনার্থী ও ভক্তদের ভিড়ে খাগড়া এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। 

আরও পড়ুন: মেয়েদের স্বাস্থ্যের জন্য খুব ভাল তিলের চাটনি, চট করে বানান বাড়িতেই

Advertisement
Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir twelve
 • 12/13

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস প্রশাসনকে হিমশিম খেতে হয়।

Basanti Puja 2022 Murshidabad Berhampore Baharampur Pujo Jagadamba Mandir thirteen
 • 13/13

করোনার কারণে আগে পুজোয় প্রভাব পড়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

Advertisement