scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Sunday: উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, কতদিন চলবে?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 1/10

ভারী বর্ষণে সমতলে জল বেড়েছিল, এবার বিপর্যস্ত হল পাহাড়ও। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস নেমেছে। এমনকী টয়ট্রেনেলৃর লাইনও ধসে গিয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আশঙ্কায় উত্তরবঙ্গের হিমালয় রেঞ্জের বাসিন্দারা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 2/10

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 3/10

একারণে আবহাওয়া দফতরের তরফে রবিবারের জন্যও কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এই দুই জেলায়। সোমবার রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 4/10

এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 5/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 6/10

সঙ্গে বাকি ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 7/10

মূলত মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 8/10

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবি ও সোমবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 9/10

বলা হচ্ছে কোনও কোনও জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর। তার ফলেই এই তুমুল বৃষ্টি। 

 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
  • 10/10

ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার,  কোচবিহার , জলপাইগুড়ি , উত্তরের এই পাঁচ জেলাতেই।  এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement