Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Depression Updates : অতি গভীর নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টি, ভাসবে বাংলা

  • 1/12

Bengal Depression Updates: গভীর নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরে টানা বৃষ্টি হবে বাংলায়। নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 2/12

তারা আরও জানিয়েছে, ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এবং এর বর্তমান অবস্থান দীঘা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে। সাগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং ক্যানিং থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। 

  • 3/12

শুক্রবার সন্ধেবেলায় বাংলা এবং ওড়িশার উপকূল হয়ে সাগর এবং বালাসোরের মধ্যে দিয়ে সুন্দরবনের ওপর দিয়ে ক্রস করবে। এবং তারপর উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, বাংলা হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে। 

Advertisement
  • 4/12

এর প্রভাবে আজ (১৮ অগাস্ট) থেকে ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

  • 5/12

আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি হাওড়া, কলকাতা ও হুগলি তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 7/12

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার ও সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

Advertisement
  • 8/12

রাতের পরে ধীরে ধীরে হওয়ার গতি কমে ৪০ থেকে ৫০ কিলোমিটারে নামবে এবং তখন তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার। কলকাতা হুগলি হাওড়া তে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ২০ তারিখ পর্যন্ত মাছ ধরতে মানা মৎস্যজীবীদের।

  • 9/12

এই বৃষ্টিতে ধান এবং পাট চাষে সাহায্য হবে। দক্ষিণবঙ্গে এখন বর্ষার ঘাটতি ৩৪ শতাংশ। যদিও পুরুলিয়া ,পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ঘাটতি অনেকটাই কমেছে। 

  • 10/12

কলকাতায়ও বৃষ্টির ঘাটতি রয়েছে। মহানগরীতে ৪৩% বৃষ্টির ঘাটতি। 

  • 11/12

হওয়ার গতিবেগ থাকার জন্য দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
  • 12/12

দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, গঙ্গাসাগরে পর্যটকদের নামতে মানা করা হচ্ছে।

Advertisement