বর্তমানে বিশাখাপত্তনম থেকে দক্ষিণ পূর্ব দিকে ৯৪০ কিলোমিটার ও পুরী থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ১,০০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani Update)।
এটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় আরও ঘণীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে ১০ তারিখ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। তারপর সেখান থেকে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগোবে এবং ওড়িশা উপকূল-উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকবে।
আরও পড়ুন - মিমের মাধ্যমে সারা বিশ্বে নাম ছড়িয়েছিল এই তরুণীর, বাড়ির কাছেই উদ্ধার দেহ
এদিকে এর ফলে আগামী ১০ থেকে ১২ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তারমধ্যে ১১ ও ১২ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
অন্যদিকে এই পরিস্থিতিতে আগামী ১০ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরও ৯ তারিখ বিকেল-সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।