scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Cyclone Ashani Update : আজ দুপুরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'অশনি', কোথায় ক্ষয়ক্ষতি?

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa one
  • 1/10

Cyclone Ashani Update: কিছুদিন আগে গরমে বিপর্যস্ত ছিল বাংলা। তারপর বৃষ্টি একটু স্বস্তি দিয়েছিল। তারপর ফের বাড়তে শুরু করেছে পারদ। এবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। সেটা পরণিত হয়েছে ঘুর্ণিঝড় 'অশনি'তে।

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa two
  • 2/10

যদিও তার প্রভাব বাংলায় খুব-একটা পড়ার সম্ভাবনা নেই। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, সেটা ওডিশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে।

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa three
  • 3/10

তবে বাংলার রাজ্য প্রশাসন এ ব্য়াপারে তৎপর। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে। 

Advertisement
Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa four
  • 4/10

নামটা শ্রীলঙ্কার দেওয়া। অনেকটা দূরে আছে। উত্তর-পশ্চিম দিকে এগোবে। এমনই সম্ভাবনা রয়েছে। আরও ঘনীভূত হবে। তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে, সোমবার দুপুরে।

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa five
  • 5/10

তারপরও তার গতিপথ হবে উত্তর-পশ্চিম দিকে। ১০ তারিখ বিকেলে বঙ্গোসাগরের উত্তর-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিমের কাছে। মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের কাছে পৌঁছবে ১০ মে সন্ধেবেলায়। এরপর সেটা বাঁক নেবে। তারপর সেটা যাবে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে। 

আরও পড়ুন: এবার উল্টে দিকে হাঁটুন! শরীর-মন হয়ে উঠবে ফুরফুরে, জবরদস্ত ফায়দা

আরও পড়ুন: যেন সিনেমার দৃশ্য! ক্রেতা সেজে বেআইনি হুক্কা বারে অভিযানে পুলিশ, ধৃত ৫

আরও পড়ুন: আকাদেমি প্রাঙ্গনে বুধবার থেকে শুরু লিটল ম্য়াগাজিন মেলা

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa six
  • 6/10

এর জেরে উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১০ থেকে ১২ তারিখ। তার মধ্যে ১১ এবং ১২ তারিখ পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগণার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa seven
  • 7/10

মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এখন মাছ ধরা যাবে না। সমুদ্রতটে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ জারি করতে হবে। 

Advertisement
Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa eight
  • 8/10

উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ, সোমবার (৯ মে) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa nine
  • 9/10

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। সেখানে টানা বৃষ্টি চলবে। ১৩ মে পর্যন্ত বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Cyclone Ashani ghurnijhor ashani rain thunderstorm in Bengal aajker abohawa ten
  • 10/10

একই অবস্থা থাকতে পারে দক্ষিণবঙ্গেরও। সেখানে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? এ ব্য়াপারে আবহাওয়া দফতর বলছে, আজ, সোমবার (৯ মে) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানকার কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement