scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Heat Wave : ৯ জেলায় তাপপ্রবাহ, আজ কোন জেলায় কত তাপমাত্রা?

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa one
  • 1/10

Bengal Heat Wave: দক্ষিণবঙ্গে বৃষ্টির নামনিশান নেই। চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রা। আর এর জেরে নাজেহাল মানুষ। বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহ হয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু অন্য ছবি। সেখানকার বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এবং তা আগামী কয়েকদিন চলবেও। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa two
  • 2/10

বুধবার রাজ্য়ের বেশ কয়েকটা জেলায় তাপপ্রবাহ হয়েছে। সেগুলো হল- হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Sara Ali Khan চুলে নীল রং করালেন, নতুন প্রোজেক্ট শুরু?

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa three
  • 3/10

সেই পরিস্থিতি বৃহস্পতিবারও বেশ কয়েকটা জেলায় থাকবে। বাকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিন বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুসারে বোলপুরে তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ৩৬.৪, দমদমে ৩৮, মুর্শিদাবাদে তাপমাত্রা ৩৮.৮, বহরমপুরে ৩৭.৯, বাঁকুড়ায় ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছিল। 

Advertisement
West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa four
  • 4/10

গরমে নাজেহাল মানুষ। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

আরও পড়ুন: আখরোটের চাটনি-গোস্তাবা, শহরে খাস কাশ্মিরী খানার দাওয়াত শালওয়ালাদের

আরও পড়ুন: আপনার পার্টনারের এই ৬ জিনিস খেয়াল করুন, আসল জিনিস জানতে পারবেন

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa five
  • 5/10

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ২৮ এবং ২৯ এপ্রিল বৃষ্টি হবে। কোনও কোনও অংশে তা আরও বেশিদিন ধরে চলবে। 

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa six
  • 6/10

তবে দক্ষিণবঙ্গের জন্য এখনও কোনও আশার কথা নেই। বৃষ্টির জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। গরমে জেরবার হয়ে যাচ্ছেন মানুষ।

আরও পড়ুন: LIC IPO সম্ভাব্য কত তারিখে আসছে বাজারে? জেনে নিন

আরও পড়ুন: প্রেগন্যান্সিতে এই লক্ষণগুলো মোটেই অবহেলা নয়, মা-শিশুর ক্ষতি হতে পারে

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa seven
  • 7/10

দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার কথা আগামী কয়েকদিন। ৩০ এপ্রিল পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa eight
  • 8/10

১ মে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে বলে আলিপুর আবাহওয়া দফতরের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa nine
  • 9/10

তা পরেরদিনও চলার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের মানুষকে স্বস্তি পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 

West Bengal Heat Wave Condition in South Bengal rain in north bengal aajker abohawa ten
  • 10/10

এদিন রাস্তাঘাটে কম মানুষ বেরিয়েছিন। খুব দরকার ছাড়া মানুষজন রাস্তায় বেরোননি। যাঁরা বেরিয়েছেন, তাঁদের প্রবল সমস্যায় পড়তে হয়েছে। ঘেমেনেয়ে হাল খারাপ হয়েছে তাঁদের। স্কুলে সময়ও বদল করার কথা হয়েছে।

Advertisement