West Bengal Kalbaisakhi Forecast: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। ঘেমেনেয়ে অস্থির সেখানকার বিভিন্ন অংশের বাসিন্দারা। বৃষ্টি হলে জ্বালা জুড়েবে। এর মাঝে আশার কখা শোনাল আলিপুর আবহাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। তা আরও কয়েকদিন চলবে। তবে ভাল কথা হল দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। আবহাওয়া অফিস এমনই জানাচ্ছে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দু-তিন দিনের মধ্যে কলকাতায় বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা।
আরও পড়ুন: করোনাকে বাইপাস করতে ভোটপ্রচারে সিপিআইএমের ভরসা ই-পথসভা
আরও পড়ুন: অকালে চুল পেকে-ঝরে যাচ্ছে? সমাধানে আয়ুর্বেদ যা বলছে
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
কলকাতার তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। একেবারে পরিষ্কার থাকবে না। আবাহওয়াবিদরা জানাচ্ছেন, মেঘ দেখা যাচ্ছে। ১৫-২০ কিলোমিটার হাওয়া থাকবে। আর্দ্রতা রয়েছে।
আজ-কাল-পরশুর মধ্যে কালবৈশাখী দেখবে কলকাতা। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টি হবে আশা করা যাচ্ছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে আরও এগিয়ে এসেছে। আন্দামানে পুরো পৌঁছে গিয়েছে। পরে কী হবে, পরিষ্কার নয়।
রাজস্থান থেকে অসম পর্যন্ত অক্ষরেখা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ পর্যন্ত। এর ফলে উত্তরবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী ৫ দিন। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে।
আবাহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে কথা যদি বলা হয়, তা হলে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া ঝড়বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাতেও সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলায় বেশি।
শুক্র-শনি দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাতে বৃষ্টি হচ্ছে। কোনও না কোনও জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কলকাতায় ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সেটা খুব একটা চেঞ্জ হবে না। কলকাতায় দিন কয়েকের মধ্যে কালবৈশাখী হবে।