Entertainment News Today: ছোট থেকে বড় পর্দা,বিনোদনের আজকের সেরা খবরগুলি, এক নজরে...

Top Entertainment News, Today 13th May: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

Advertisement
ছোট থেকে বড় পর্দা,বিনোদনের আজকের সেরা খবরগুলি, এক নজরে... বিনোদনের আজকের সেরা খবর

Top Entertainment News, Today 13th May: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

শহরের অলিগলিতে চুটিয়ে প্রেম করছেন বনি- আয়ুষী! প্রকাশ্যে ছবি... 

আমাদের জীবনের এমন অনেক মূহুর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দী করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়... এই ছবির প্রেক্ষাপট এমনই কিছু ঘটনা। 


'দাদাগিরি'-তে সৌরভের প্রশ্নের জবাব বাংলায় দিলেন জাহ্নবী! বাড়ি নিয়ে গেলেন কলকাতার রসগোল্লা 

শ্রীদেবী কন্যার সঙ্গে জমিয়ে নাচলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। উপরি পাওনা হিসাবে এই বিশেষ পর্বে থাকছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের জমাট আড্ডা।


মহেশবাবু জানেন কী! বলিউডের এই তারকাদের ফি তাঁর চেয়ে চারগুণ বেশি

বলিউড আমাকে অ্যাফর্ড করতে পারবে না। তাই আমি বলিউড সিনেমা করি না। এটা বলে মহেশ বাবু শিরোনামে উঠে এসেছেন রাতারাতি। দক্ষিণী সুপারস্টার আপাতত বয়ান থেকে পালটি খেয়েছেন।  


Sara Ali Khan এখন 'কাশ্মীর কি কলি!' বরফের মাঝে চুটিয়ে উপভোগ করছেন

আজকাল সারা আলি খান কাশ্মীরের সুন্দর সমতল ভূমিতে সময় কাটাচ্ছেন। সারা তাঁর কাশ্মীর টুরের থেকে মন ভাল করে দেওয়া অত্যাশ্চর্য ছবি শেয়ার করেছেন।


ফের সত্যান্বেষী রূপে আসছেন আবির! কাস্টিংয়ে চমক 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র

অরিন্দম শীলের পরিচালনায় আসছে সত্যান্বেষীর নতুন গল্প। এবার রহস্য উন্মোচন হবে এক খুনের ঘটনার। ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ'। সামনে এলো ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন, সেই অভিনেতাদের নাম। 


সেই Dhinchak Pooja, হাজির নতুন গান নিয়ে, মুহূর্তে VIRAL VIDEO

আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই ঢিনচ্যাক পুজাকে চেনেন। ২০১৭ সালে, তাঁর 'সেলফি ম্যায় লে লি আজ' গানটি খুব ভাইরাল হয়েছিল। এই গানটি ইউটিউবে লক্ষাধিক ভিউ পেয়েছে।

Advertisement


'ক্লাস নাইন থেকে অজস্র প্রেম করেছি...' খোলামেলা অর্পিতা

 ভালোবাসা ও ভাল রাখার নতুন সংজ্ঞা নিয়ে ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেল, শিলাদিত্য মৌলিকের বহু প্রতীক্ষিত ছবি 'হৃদপিন্ড'। ছবির খুঁটিনাটি নিয়ে আজতক বাংলার সঙ্গে আড্ডা দিলেন 'হৃদপিন্ড'-র আর্যা ওরফে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। 


 

POST A COMMENT
Advertisement