Guddi: দার্জিলিংয়ে তুষারপাতের মধ্যে কাঁপতে কাঁপতেই শ্যুটিং হয়েছে! অভিজ্ঞতা জানাল টিম 'গুড্ডি'

New Bengali Serial: কাশ্মীরে শ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জেরে শেষ পর্যন্ত দার্জিলিংকেই বেছে নেওয়া হয় লোকেশন হিসাবে। তবে টিম 'গুড্ডি'-র দাবি শৈল শহরের অলিগলি বাঙালির চেনা হলেও, তাঁদের লোকেশন একেবারে অদেখা জায়গায়।

Advertisement
তুষারপাতের মধ্যে কাঁপতে কাঁপতেই শ্যুটিং হয়েছে! অভিজ্ঞতা জানাল টিম 'গুড্ডি'  আসছে নতুন ধারাবাহিক 'গুড্ডি'
হাইলাইটস
  • আসছে নতুন ধারাবাহিক 'গুড্ডি'।
  • মুখ্য চরিত্রে রণজয়, শ্যামৌপ্তি ও মধুরিমা।
  • সম্পর্কের সমীকরণ নিয়ে গল্প হলেও, সীমান্ত সমস্যাও তুলে ধরা হবে এই ধারাবাহিকে।

গত বছরের শেষেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। আসছে বেশ কয়েকটি নতুন সিরিয়াল (New Serial)। সেই তালিকায় যুক্ত হয়েছে স্টার জলসার নতুন মেগা 'গুড্ডি' (Guddi)-র নাম। 

কাশ্মীরে শ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জেরে শেষ পর্যন্ত দার্জিলিংকেই (Darjeeling) বেছে নেওয়া হয় লোকেশন হিসাবে। তবে টিম 'গুড্ডি'-র দাবি শৈল শহরের অলিগলি বাঙালির চেনা হলেও, তাঁদের লোকেশন একেবারে অদেখা জায়গায়।

 

Guddi serial

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখনীতে আসছে এই নতুন ধারাবাহিক। প্রযোজনায় শৈবাল বন্দ্যোপাধ্যায়ের (Sailbal Banerjee) ম্যাজিক মোমেন্টস। 'গুড্ডি'-র সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra) ও জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli), মধুরিমা বসাক (Madhurima Basak)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অম্বরিশ ভট্টাচার্য, চন্দন সেন, সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, শংকর চক্রবর্তী সহ আরও অনেকে।  

আর পড়ুন: নতুন 'মিঠাই' দেবত্তমা! সৌমিতৃষা সরছেন ধারাবাহিক থেকে?

Guddi serial

দীর্ঘ ৯ বছর পর, ফের ছোটপর্দায় রণজয়। আইপিএস অফিসার অনুজের চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন 'গুড্ডি' টিমের সদস্যারা। পাহাড়ে শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রণজয় বলেন, "প্রচণ্ড ঠাণ্ডা ছিল, শট দিতে যেই জ্যাকেট খুলতাম, মনে হত জমে যাচ্ছি। হঠাৎ তুষারপাত হওয়ায় বারবার স্থগিত হয় শ্যুটিং। কিন্তু আমাদের টিমটা খুব ভাল। বরফ পড়ে রাস্তা বন্ধ, আর নানা সমস্যার সম্মুখিন হয়েছি। তাও ভারী ক্যামেরা ও যন্ত্রপাতি কাঁধে নিয়েই পাহাড়ে উঠেছেন ইউনিটের সদস্যারা।"

আর পড়ুন: ফের বড় পর্দায় ব্যোমকেশ! সত্যান্বেষীর রহস্য উন্মোচনে এবার আরও বড় চমক

Advertisement

রণজয়ের কথায়,অনুজ চরিত্রটি জেদি, তার জীবনে এমন কিছু ক্রাইসিস রয়েছে যা, তাকে রোজ মোকাবেলা করতে হয়। পরিস্থিতির চাপে পড়েই, নিজের আশীর্বাদের দিন অন্য মেয়ে- গুড্ডিকে বিয়ে করতে হয় তাকে, যাকে এতদিন স্নেহের চোখে দেখত অনুজ।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

শট দিতে দিতে বহুবার পাহাড়ের এবড়ো-খেবড়ো রাস্তায় পড়ে গিয়েছেন গুড্ডি ওরফে অভিনেত্রী শ্যামৌপ্তি। তিনি বললেন, "গুড্ডি নামটার মতো চরিত্রটাও দুষ্টু -মিষ্টি একটা মেয়ের। যে এদিক -ওদিক দৌড়ে বেড়ায়, প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে। কিন্তু তার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

মধুরিমা বসাক এখানে অভিনয় করছেন শিরিনের চরিত্রে, যে পেশায় শিক্ষিকা। তাঁর কথায়, "এই গল্পে কোনও ষড়যন্ত্র, রহস্য, খুনখুনি নেই। সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই ধারাবাহিক। গুড্ডি, অনুজ এবং শিরিন, এই তিনজনের সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, সেটাই ফুটে উঠবে গল্পে।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আর পড়ুন: ফের ছোট পর্দায় জিৎ! আসছেন রোম্যান্সে ভরপুর ভালোবাসার নয়া শো নিয়ে

লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, "এটি একটি মেয়ের এগিয়ে যাওয়ার গল্প। মেয়েটি কীভাবে সব বাধা পেরিয়ে স্বপ্নকে সত্যি করে তা তুলে ধরব ধারাবাহিকে। মেয়েটি 'গুড্ডি'...। তবে এটি কোনও মডেল চরিত্র না, আমাদের আশেপাশেই এরকম অনেক চরিত্র আছে। চারিপাশের প্রাণহীন, স্ট্রেসফুল জীবনে 'গুড্ডি' একমুঠো শান্তি।"    

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

লীনা গঙ্গোপাধ্যায় -শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটি মানেই দর্শকদের অনেক প্রত্যাশা বেড়ে যায়। এই প্রসঙ্গে শৈবাল বললেন, "প্রত্যাশা অনেক চাপ বাড়ায় সব সময়। আমরা খুব ভাল একটা প্রোডাকশন করার চেষ্টা করেছি। আগে কাশ্মীরে শ্যুট করার কথা ছিল, পরে দার্জিলিংয়ে হয় শ্যুট। তবে খুব দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শ্যুট করতে হয়েছে।"  

আর পড়ুন: TRP: শীর্ষেই 'গাঁটছড়া', উপরে উঠছে 'মিঠাই'! দারুণ স্কোর ২ নতুন মেগার

সম্পর্কের সমীকরণ নিয়ে গল্প হলেও, সীমান্ত সমস্যাও তুলে ধরা হবে এই ধারাবাহিকে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হবে 'গুড্ডি'। সম্প্রচারিত হবে সোম থেকে রবি, রোজ সন্ধ্যা ৬ টার সময়।      
 

POST A COMMENT
Advertisement