Thomkiya Thomkiya: 'থমকিয়া থমকিয়া' তে ঠুমকা অন্তঃসত্ত্বা তনুশ্রীর! Viral পর্দার ভবতারিণীর নাচ

Thomkiya Thomkiya: বাংলাদেশের সিলেটি ধামিল গানে গা ভাসাচ্ছেন নেটিজেনরা। এবার 'থমকিয়া থমকিয়া' গানে কোমর দোলালেন পর্দার মা ভবতারিণী ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। তারকা থেকে অনুরাগী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

Advertisement
'থমকিয়া থমকিয়া' তে ঠুমকা অন্তঃসত্ত্বা তনুশ্রীর! Viral পর্দার ভবতারিণীর নাচ অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য
হাইলাইটস
  • এই মুহূর্তে ট্রেন্ডিং 'কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া' গানটি।
  • বাংলাদেশের সিলেটি এই ধামিল গানে গা ভাসাচ্ছেন নেটিজেনরা। 
  • বাদ গেলেন না অন্তঃসত্ত্বা অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য।

বর্তমানে ইন্সটা রিলস (Instagram Reels) কিংবা টিকটকের (TikTok) মতো অ্যাপ কিংবা ফিচারের সময় যে কোনও গান শ্রোতারদের একবার ভাল লাগলে, তা মুহূর্তে ভাইরাল (Viral) হচ্ছে। এরকমই একটা ট্রেন্ডিং গান (Trending Song) 'কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া' (Komolay Nritya Kore Thomkiya Thomkiya)। বাংলাদেশের সিলেটি এই ধামিল গানে গা ভাসাচ্ছেন নেটিজেনরা। 

সুপার ভাইরাল এই গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও। এবার 'থমকিয়া থমকিয়া' গানে কোমর দোলালেন পর্দার মা ভবতারিণী ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (Tanusree Bhattacharya)। অন্তঃসত্ত্বা অভিনেত্রীর ইন্সটা রিলসের ঠুমকাতে মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন তাঁরা কমেন্ট বক্স। 

আরও পড়ুন: "কোথাও গিয়ে আমরা সকলেই খুব একা...": সৌরসেনী

'করুণাময়ী রাণী রাসমণি' (Korunamoyee Rani Rasmoni) ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন তনুশ্রী। মা হতে চলেছেন তিনি। বেবি বাম্পের ছবি পোস্ট করে সকলকে নিজেই সুখবর দিয়েছিলেন হবু মা। শেয়ার করেছিলেন নিজের সাধভক্ষণের বিভিন্ন মুহূর্তও। তারকা থেকে অনুরাগী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। 

 

ভাইরাল হওয়া নাচের ভিডিও দেখে বোঝা যাচ্ছে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছেন তনুশ্রী। ভিডিওতে তাঁর পরনে রয়েছে সবুজ রঙা হ্যান্ডলুম শাড়ি এবং কন্ট্রাস্ট করা লাল-সাদা ডিজাইনার ব্লাউজ। সঙ্গে রয়েছে মানাসই কড়ির ঝোলা কানের দুল। চুলের খোঁপা, কপালের টিপ পরে একেবারে কমলা সুন্দরী হয়ে উঠেছেন অভিনেত্রী। 

আরও পড়ুন: বাংলা, মহারাষ্ট্রের পর এবার বিদেশ! ওপার বাংলাতেও গোল করবে দেবের 'গোলন্দাজ'?

 

 

আরও পড়ুন: TRP: 'মিঠাই'-কে জোড় টক্কর 'উমা', 'যমুনা ঢাকি'-র! সেরা দশে হাড্ডাহাড্ডি লড়াই ৪ মেগার

Advertisement

প্রসঙ্গত, বাংলাদেশী লোকসঙ্গীত 'থমকিয়া থমকিয়া' বর্তমানে এতটাই জনপ্রিয় যে, আট থেকে আশি সকলেই প্রায় গুনগুন করেন এই গান। একাধিক শিল্পীর গাওয়া বিভিন্ন ভার্সন রয়েছে এই গানের। তবে 'সারেগামাপা'-র বিজয়ী, সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য এবং আকৃতি কক্কর ও শানের মিউজিক ভিডিও সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে।  

 

POST A COMMENT
Advertisement