Gajan Mela 2022 Hooghly Tarakeshwar: অতিমারী করোনার জন্য় গত দুবছর আয়োজন করা যায়নি। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার হতাশা কাটিয়ে বিগত দুই বছরে এই প্রথম গাজন মেলার আয়োজন করা হল।
দলে দলে ভক্তের আগমন ঘটেছে শৈবতীর্থ হুগলির তারকেশ্বরে। পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করেন পুণ্যলাভের উদ্দেশ্য।
এর পাশাপাশি মন্দির থেকে এক কিলোমিটার দূরে সাহাপুরে শিবের দিঘিতেও যান। ভক্তরা পায়ে হেঁটে স্নান করতে যান পুণ্যলাভের আশায়।
আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোম পছন্দ ৮২ শতাংশ কর্মীর, বলছে সমীক্ষা
আরও পড়ুন: বাঁকুড়ার বড়জোড়ায় গরু বাঁধার জায়গাতেও TMC-BJP-র মধ্যে মারামারি, আহত ১২
সব মিলিয়ে গাজনের মেলা জমজমাট। দুবছর পর আসতে পেরে খুশি মানুষ। তবে দেখা যায়, অনেকেই মাস্ক পরেননি।
আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?
বর্তমানে চলছে গ্রীষ্মের দাবদাহ। দক্ষিণবঙ্গে নেই এক ফোঁটাও বৃষ্টি।
আরও পড়ুন: ওজন কমাতে এই ব্যায়ামগুলো বড়সড় বিপদ আনতে পারে, সাবধান!
তারই মাঝে এ বছরও হাজার হাজার পুণ্যার্থী রোজ পায়ে হেঁটে সাহাপুর দিঘিতে স্নান করতে যাচ্ছেন পুণ্যলাভের আশায়।
আরও পড়ুন: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকার বেশি
আরও পড়ুন: আসছে ভ্যালেন্টাইনস ডে, রইল দেশের সেরা ১০ রোম্যান্টিক জায়গার হদিশ
রাস্তায় ঊষা সিনেমা তলা সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য খেজুর, বাতাসা,আঙুর ও জলের বোতল তুলে দিচ্ছেন তারকেশ্বর এলাকার মানুষজন ও স্থানীয়রা সমাজসেবীরা।
তিনি জানান, মা-বাবার মুখ থেকে শুনে আসছি তারকেশ্বর ভোলে বাবার দুধ পুকুরের পাশাপাশি আর একটি পুকুর রয়েছে।
এ ব্যাপারে তিনি আরও জানান, আর সেটা হল সাহাপুর দিঘি। ছোটবেলা থেকেই দেখে আসছেন দুধপুকুরের পাশাপাশি ভক্তরা এই দিঘিতে এসে স্নান করেন। প্রচুর মানুষের ভিড় হয় সেখানেও।
এখন প্রচুর গরম। তাই আসা যাওয়ার পথে পুণ্যার্থীরা যাতে কোনও রকম জলের সমস্যায় কষ্ট না পান, সেই লক্ষ্যেই এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে।