scorecardresearch
 
Advertisement
ধর্ম

Saraswati Puja 2022 : সরস্বতী পুজোয় জমজমাট থিমের লড়াই, সেজে উঠছে মগরা

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk one
  • 1/12

Saraswati Puja 2022: হুগলিতে পাড়ায় পাড়ায় চলছে দেবী সরস্বতী (Saraswati Puja)-কে স্বাগত জানানোর জন্য শেষ লগ্নের প্রস্তুতি। মহামারী কোভিডের রেশ কাটিয়ে এখন চলছে সরস্বতী পুজো (Saraswati Puja)-র শেষ লগ্নের সাজগোজ।

আরও পড়ুন: ১৮ মাসে ১৩৫ কেজি ঝরিয়ে এখন মিক্সড মার্শাল আর্ট ফাইটার!

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk two
  • 2/12

রাজ্য সরকার তরফ থেকে বৃহস্পতিবার থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা দেবী সরস্বতী (Saraswati Puja)-কে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: বাড়ির ছাদে ভুল করেও নয় এই জিনিসগুলো, দেবীলক্ষ্মী রুষ্ট হতে পারেন
 

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk three
  • 3/12

এমনই একটি চিত্র ধরা পরল মগরা বাগাটি এলাকায় আয়োজিত সরস্বতী পুজো (Saraswati Puja)-য়। এ বছর ৫১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। 

আরও পড়ুন: পাকিস্তানের GDP-র থেকে বেশি সম্পদ রয়েছে এলআইসি-র, আসছে IPO

Advertisement
Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk four
  • 4/12

এবার তাদের থিম সৃষ্টি এখানে বাঁশ,কাঠ, সুতো, ফাইবার, ফোম সহ বিভিন্ন জিনিস দিয়ে দিনরাত ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। 

আরও পড়ুন:  বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk five
  • 5/12

থাকছে বিভিন্ন ধরনের আলো। কোভিড বিধি মেনে পুজো (Saraswati Puja)-র আয়োজন করা হচ্ছে। পুজো (Saraswati Puja) কমিটি তরফ থেকে জানানো হয়েছে বিগত বছর মহামারী করোনা আবহে তারা তেমনভাবে মা সরস্বতী আরাধনা করতে পারেননি। কিন্তু এ বছর সরকারের পক্ষ থেকে কোভিড বিধি শিথিল করে দেওয়ার জন্য বিগত বছরের মত এবারও আনন্দ-উল্লাসের সঙ্গে সরস্বতী পুজো (Saraswati Puja) আয়োজিত করতে চলেছেন।

আরও পড়ুন: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk six
  • 6/12

দিল্লির বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দির দেখা যাবে এ বছর হুগলি জেলার সরস্বতী পুজোয়। কলকাতার দুর্গাপুজা (Durga Puja), চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো হুগলি জেলায় বিভিন্ন পুজো কমিটিগুলোর মধ্যে চলছে থিমের লড়াই। 

আরও পড়ুন: Google Maps-এর এই ফিচার ধরিয়ে দিল ইটালির মাফিয়াকে, বিশ সাল বাদ

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk seven
  • 7/12

হুগলি জেলার পান্ডুয়া বা আদি সপ্তগ্রামের এর কালীপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরা সরস্বতী পুজোর সুনাম রয়েছে। 

 

Advertisement
Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk eight
  • 8/12

মগরা জয়পুরের সবুজ সংঘের সরস্বতী পুজো (Saraswati Puja) এ বছর ৮৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবার তাদের থিম দিল্লির লক্ষ্মীনারায়ণের আদলে এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে।

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk nine
  • 9/12

বাঁশ-কাঠ সহ বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দিন রাত ধরে চলছে সেই মন্ডপ তৈরির কাজ। 

 

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk ten
  • 10/12

হুগলির মগরার সরস্বতী পুজো (Saraswati Puja)-র সুনাম রয়েছে এখানে বেশ কিছু বিগ বাজেটের পুজো হয়। মগরা কোলা বান্ধব সম্মিলনী ক্লাবের সরস্বতী পুজো এবছর ১০৩তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk eleven
  • 11/12

এবার তাদের থিম সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া। ছোট-বড় বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে সুন্দর একটি মণ্ডপ।

Advertisement
Saraswati Puja 2022 theme in Hooghly Magra pujo maintaining covid norms abk twelve
  • 12/12

সব মিলিয়ে জমজমাট হুগিলর মগরার সরস্বতী পুজোর আয়োজন।

Advertisement