scorecardresearch
 

BSF Recruitment 2022 : ক্লাস টেন পাশেই বিএসএফ-এ চাকরি, বেতন ৬৯ হাজার টাকার বেশি

BSF Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)-এ একগুচ্ছ চাকরির সুযোগ। সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২,৭৮৮টি পদ রয়েছে।

Advertisement
বিএসএফে চাকরির সুযোগ (প্রতীকী ছবি) বিএসএফে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এ একগুচ্ছ চাকরি
  • সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
  • বিভিন্ন পদে সেখানে চাকরি রয়েছে

BSF Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)-এ একগুচ্ছ চাকরি। সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন পদে সেখানে চাকরি রয়েছে। ১৫ জানুয়ারি থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: রিলেশন ভেঙে যায় মুহূর্তে! গার্লফ্রেন্ডকে ভুলেও বলবেন না এই ৬ কথা

সেখানে কনস্টেবল (ট্রেডসম্যান, মহিলা এবং পুরুষ) পদে নিয়োগ করা হবে। ২,৭৮৮টি পদ রয়েছে। সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল rectt.bsf.gov.in। আবেদনের শেষ দিন ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ। 

আরও পড়ুন: ধীরুভাই আম্বানীর জন্মদিনে আবেগঘন পোস্ট অনিল আম্বানীর স্ত্রী টিনার, দেখুন

কী কী পদ
বিএসএফ (BSF) কবলার, টেলর, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশার ম্যান, সুইপার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান-সহ একগুচ্ছ পদে নিয়োগ করা হবে। কোন পদে কতজনকে নিয়োগ করা হবে, সে ব্যাপারে বিজ্ঞাপনে বলা রয়েছে।

আরও পড়ুন: জন্মশতবর্ষে সত্যজিৎ-চিদানন্দ-জানকসোকে স্মরণ করবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

শিক্ষার যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ করতে হবে। এর পাশাপাশি দু'বছরের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই বা ভোকেশনাল ইন্সটিটিউট থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং ১ বছরের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অথবা আইটিআই থেকে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। 

আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম

বেতন
পদের ওপর নির্ভর করছে বেতন। তা শুরু হচ্ছে ২১,৭০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৬৯,১০০ টাকা। শূন্যপদের ২ হাজার ৬৫১টি পুরুষদের জন্য এবং বাকি অর্থাৎ ১৩৭টি পদ রয়েছে মহিলাদের জন্য।

আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন? 

Advertisement

আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই

বাছাই করার পদ্ধতি
বাছাই করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। কয়েকটি ধাপ পার করতে হবে-
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি)
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি)
ডকুমেন্ট ভেরিফিকেশন
ট্রেড টেস্ট
রিটেন টেস্ট
মেডিক্যাল পরীক্ষা

সরকারি বিজ্ঞাপনের জন্য এখানে ক্লিক করুন। 

 

Advertisement