Kolkata Port Trust Recruitment 2022: কলকাতা বন্দর (Kolkata Port Trust বা KoPT)-এ একগুচ্ছ চাকরির সুযোগ। সেখানে নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে সেখানে চাকরি রয়েছে। পরীক্ষা ছাড়াই সেখানে চাকরি পাওয়া যেতে পারে। কলকাতা বন্দরের এখনকার নাম শ্যামপ্রসাদ মুখোপাধ্য়ায় বন্দর (Shyama Prasad Mukherjee)।
আরও পড়ুন: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!
সেখানে ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে ওই সব শূন্যপদে নিয়োগ করা হবে। কলকাতা পোর্ট ট্রাস্ট (Kolkata Port Trust) সাব ইন্সপেক্টর, গানমেন এবং লেডি সিকিউরিটি গার্ড নেবে। ওই বিজ্ঞাপনে তা বলা হয়েছে। সেখানে মোট শূন্যপদের সংখ্যা ৩৫।
শিক্ষার যোগ্যতা
অষ্টম-দশম পাশ করলেই সেখানে মানে কলকাতা বন্দর (Kolkata Port Trust)-এ আবেদন করা যেতে পারে। ইন্টারভিউয়ের পর মেধাতালিকা প্রকাশ করা হবে। তাঁদের বেতন শুরু হচ্ছে ১৭ হাজার ৪৯৮ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১৯ হাজার ৫০০ টাকা।
এক একটি পদের জন্য এক এক রকমের শিক্ষার যোগ্যতা লাগবে। সে ব্য়াপারে বিজ্ঞাপনে বলা রয়েছে। আবেদন করার আগে তা দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে আবেদন করার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি।
কোন পদে কতজনকে নিয়োগ করা হবে-
কোথায় নিয়োগ
সে ব্যাপারে বন্দর ঠিক করবে। ডক, অফ-ডক অথবা বন্দরের সদর দফতরে কাজের জন্য নিয়োগ করা হতে পারে।
প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছর থেকে ৫০ বছরের মধ্যে। তাঁদের একটি আবেদনপত্র পূরণ করতে হবে। এবং তারপর তা পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়-
দ্য অফিস অফ সিকিউরিটি অ্য়াডভাইসর
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট
পোর্ট সিকিউরিটি অর্গানাইজেশন
পি - ৬৫, সার্কুলার গার্ডেন রিচ রোড
কলকাতা - ৭০০০৪৩
আবেদনপত্র এবং সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।