শনিবার বিকেলেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের অফিসে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তারপর চব্বিশ ঘণ্টাও কাটেনি। ফের খবরের শিরোণামে নন্দীগ্রাম। এবার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের হোসেনপুরে এক যুবকের ব্যাগ থেকে দুটি তাজা বোমা উদ্ধার হল। ওই যুবকের জামার মধ্যে বিজেপির স্টিকার লাগানো ব্যাচ ছিল বলে জানা যাচ্ছে।
রবিবার সকাল ১০টা নাগাদ ওই যুবককে হোসেনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা পরিচয় জানতে চান। কিন্তু ওই যুবক কোনও সদুত্তর দিতে পারেনি বলেই অভিযোগ। একপরেই সন্দেহজনক ওই যুবককে গ্রামবাসীরা ঘিরে ফেলে। তল্লাশির সময় তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে দুটো তাজা বোমা উদ্ধার করা হয়। এই ঘটনাকে ঘিরে রবিবার সকালে উত্তপ্ত হয় ওঠে নন্দীগ্রামের হোসেনপুর এলাকা। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায়। সন্দেহভাজন ওই যুবককে আটক করেছে পুলিশ ।
কী উদ্দেশ্যে বোমা নিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তি হোসেনপুর এলাকায় ঢুকে ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ করে শুভেন্দুর দলবদলের পর থেকেই হাওয়া ক্রমশ গরম হচ্ছে। শনিবার বিকেলেই শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অভিযোগ অফিসে থাকা আসবাবপত্র, মোটরবাইক ভাঙচুর করা হয়। বিজেপির সভার জন্য লাগানো ব্যানার ফেস্টুনও রেহাই পায়নি। এর আগে গত শুক্রবার নন্দীগ্রামের কেন্দুয়াতে বিজেপির জনসভাতেও উত্তেজনা ছড়িয়েছিল। সভা চলাকালীন ঢিল ছোড়ার অভিযোগ ওঠে। তৃণমূল শিবিরই সভা ভণ্ডুলের চেষ্টা করছে নাম না করে মঞ্চ থেকে এমন ইঙ্গিতই দিয়েছিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।