scorecardresearch
 

'বাংলার কৃষকরা পাশে নেই, তাই ছবি তুলতে দিল্লি যায় তৃণমূল', ফের বাউন্সার দিলীপের

কৃষক বিরোধী নয়, মোদী সরকার কৃষকদের পাশেই রয়েছে সেই বার্তা পৌঁছে দিতেই বাংলার ভোট ময়দানকে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাই নাড্ডার দ্বিতীয়বার রাজ্য সফর। শনিবার কাটোয়ায় কৃষকদের বাড়ির দরজায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হাজির হয়েছিলেন গেরুয়া ঝুলি নিয়ে। পৌষের নতুন চাল ভিক্ষের ঝুলিতে নিয়ে বিক্ষুব্ধ কৃষকদের বার্তা দিল বিজেপি। বিজেপি কতটা কৃষক দরদী প্রমাণে একেবারে কৃষকের ঘরের চৌকাঠে পৌঁছে গিয়েছিলেন জেপি নাড্ডা। রবিবার হেস্টিংসে রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয় তাই নিয়েই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য বিজেপির সভাপতি দাবি করেন এরাজ্যের কৃষকরা নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন।

Advertisement
হাইলাইটস
  • বিজেপি শুরু করেছে কৃষক সুরক্ষা অভিযান
  • ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান
  • স্থির হয়েছে ৪০ হাজারেরও বেশি গ্রামে সভা করা হবে

যতই বিধানসভা ভোটের দিন এগিয়ে আসছে ততই বাংলায় রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে গেরুয়া শিবিরের। দিল্লিতে যখন নতুন কৃষি আইন চালু করা নিয়ে কৃষকদের সঙ্গে দ্বৈরথে নাজেহাল কেন্দ্রীয় সরকার তখন বাংলার কৃষকদের সমর্থ পেতে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে  ‘কৃষক সুরক্ষা অভিযান’। যার লক্ষ্য এই রাজ্যের ৭০ লক্ষ কৃষক পরিবারের সমর্থন আদায় করা। শনিবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা  বাংলার শস্যগোলা হিসাবে পরিচিত বর্ধমানের কাটোয়ায় সেই অভিযানের সূচনা করেছেন। রবিবার  হেস্টিংসে রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয় তাই নিয়েই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য বিজেপির সভাপতি দাবি করেন এরাজ্যের কৃষকরা নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন। সেই কারণে বাংলায় কৃষক বিক্ষোভের কোনও আঁচ পড়েনি। তৃণমূল, বাম ও কংগ্রেসকে লোক দেখানো  সহমর্মিতা জানিয়ে ছবি তুলতে তাই দিল্লি যেতে হয়। 

নন্দীগ্রামে উদ্ধার তাজা বোমা! যুবকের সন্দেহজনক ঘোরাঘুরি

কৃষক বিরোধী নয়, মোদী সরকার কৃষকদের পাশেই রয়েছে সেই বার্তা পৌঁছে দিতেই বাংলার ভোট ময়দানকে ব্যবহার করতে চাইছে  বিজেপি। তাই নাড্ডার দ্বিতীয়বার রাজ্য সফর। শনিবার কাটোয়ায় কৃষকদের  বাড়ির দরজায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হাজির হয়েছিলেন গেরুয়া ঝুলি নিয়ে। পৌষের নতুন চাল ভিক্ষের ঝুলিতে নিয়ে বিক্ষুব্ধ কৃষকদের বার্তা দিল বিজেপি। বিজেপি কতটা কৃষক দরদী প্রমাণে একেবারে কৃষকের ঘরের চৌকাঠে পৌঁছে গিয়েছিলেন জেপি নাড্ডা। কাটোয়ার গ্রামে ৫ কৃষকের বাড়ি থেকে চাল ভিক্ষা করেন  তিনি।সেই নতুন চাল ভিক্ষে নিয়েই বাংলায় কৃষক উন্নয়নের অঙ্গিকার করেন নাড্ডা। 

আগামী ৫ বছর বাংলা শাসনের জিওনকাঠি! মতুয়া মন পেতে একই পথে শাহ-মমতা

দিলীপবাবু এদিন বলেন ‘কৃষক সুরক্ষা অভিযান’ এবার থেকে শুরু করা হবে পশ্চিমবঙ্গের গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের অধিকার নিশ্চিত করা হবে। ১০-২৪ জানুয়ারি চলবে এই অভিযান, জানান দিলীপ ঘোষ। স্থির হয়েছে ৪০ হাজারেরও বেশি গ্রামে সভা করা হবে। ৫০ হাজার কৃষককে দেওয়া হবে কৃষক সুরক্ষা কার্ড। দিলীপ ঘোষ এদিন বলেন, বাংলার কৃষকরা পুরোপুরি মোদীর সঙ্গে। তাই 'তথাকথিত কৃষক দরদি বাম-কংগ্রেস এবং তৃণমূলের নেতারা দিল্লিতে গিয়ে ছবি তুলেছেন। এ রাজ্যে ছবি তোলার সুযোগ পায়নি।' দিলীপ ঘোষের অভিযোগ, 'প্রতি ক্যুইন্টালে ৫০০-৬০০ টাকা কাটমানি সরকার, দল আর ফড়েদের হাতে চলে যায়।' তাই কৃষকদের জাগ্রত করতে গ্রামীণ প্রায় ৪০ হাজার বুথে আমরা কৃষক সুরক্ষা অভিযান নিয়েছি। 

Advertisement

সূত্রের খবর, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে সমীক্ষা করেছে বিজেপি। বাংলায় ৭১ লাখ কৃষক পরিবার রয়েছে, যাদের ৯৬ শতাংশ ছোট এবং প্রান্তিক চাষি। এই কৃষক সুরক্ষা অভিযানের মাধ্যমে রাজ্যের কৃষকদের লড়াই-সংগ্রাম সম্পর্কে গেরুয়া শিবির অবহিত সেই বার্তাই দিতে চাইছে। 


Advertisement