scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Audio Jingle : মেট্রোয় এবার সুরেলা সফর, চলন্ত ট্রেনে বাজবে গান

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk কলকাতা
  • 1/10

Kolkata Metro Audio Jingle: এবার চলন্ত মেট্রো (Kolkata Metro)-র ভিতরে বাজানো হবে অডিও জিঙ্গল (Audio Jingle)। এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। মেট্রো রেলওয়ে ভাড়ার বাইরে রাজস্ব বাড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। করোনা অতিমারীর মধ্যেও কর্পোরেট হাউসগুলো তাদের উদ্যোগে সাড়া দিয়েছে। নয়া এই উদ্যোগে তাদের আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
 
আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk মেট্রো
  • 2/10

কলকাতা মেট্রো (Kolkata Metro) জানিয়েছে, আয় আরও বাড়ানোর এক উদ্যোগের মধ্যে একটি হল মেট্রোর নর্থ-সাউথ করিডোরে চলন্ত মেট্রোগুলির ভিতরে অডিও জিঙ্গলগুলি বাজানো। যাত্রার সময় যাত্রীদের মনকে আরও সতেজ করতে জনপ্রিয় গানও বাজানো হবে।

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk one
  • 3/10

যাত্রীদের জন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্য, যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বার্তাও দেওয়া হবে।
         
 

Advertisement
Kolkata Metro Audio Jingles to be played inside running train abk two
  • 4/10

তাদের আশা যে এই উদ্যোগটি যাত্রীদের পাশাপাশি কর্পোরেট হাউসগুলির মধ্যে জনপ্রিয় হবে। এবং টিকিট বিক্রি ছাড়া মেট্রো রেলওয়ে অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে।

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk three
  • 5/10

এর আগে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর লক্ষ্য নিয়েছিল কলকাতা মেট্রো। স্মার্ট কার্ড, স্টেশনের বিভিন্ন অংশে বিজ্ঞাপন দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। এবং ফলও মিলেছে।

 

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk four
  • 6/10

এদিকে, কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের এখন টিকিট কাটা আরও সহজ হয়ে গেল।

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk five
  • 7/10

তেমনই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এখন ইস্ট-ওয়েস্ট করিডরের মেট্রোর কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করা যাবে।

 

Advertisement
Kolkata Metro Audio Jingles to be played inside running train abk six
  • 8/10

কলকাতা মেট্রো (Kolkata Metro)-র ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে যাত্রীদের জন্য কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করার পরিষেবা মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল। বুক করার ১২ ঘণ্টায় মধ্যে ট্রেনে সফর করতে হবে।

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk seven
  • 9/10

কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ব্যবস্থা আগেই চালু করে দেওয়া হয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)-য়। তা ২০২১ সালের ৪ ডিসেম্বর সেই ব্যবস্থা শুরু করে। এর ফলে যাত্রীদের আরও সুবিধা হয়েছে।

 

Kolkata Metro Audio Jingles to be played inside running train abk eight
  • 10/10

এখনও পর্যন্ত মেট্রো যাত্রীরা তাঁদের যাত্রার ৪৫ মিনিট আগে কিউআর কোড (QR) ভিত্তিক টিকিট বুক করতে পারতেন। চালু হওয়া নতুন সিস্টেমে তাঁরা তাঁদের যাত্রার ১২ ঘন্টা আগে এটি বুক করতে পারবেন।

Advertisement