Kolkata Metro Audio Jingle: এবার চলন্ত মেট্রো (Kolkata Metro)-র ভিতরে বাজানো হবে অডিও জিঙ্গল (Audio Jingle)। এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। মেট্রো রেলওয়ে ভাড়ার বাইরে রাজস্ব বাড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। করোনা অতিমারীর মধ্যেও কর্পোরেট হাউসগুলো তাদের উদ্যোগে সাড়া দিয়েছে। নয়া এই উদ্যোগে তাদের আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: এসএমএস হেডার, প্রতারণার নয়া ছক, বাঁচবেন যেভাবে...
কলকাতা মেট্রো (Kolkata Metro) জানিয়েছে, আয় আরও বাড়ানোর এক উদ্যোগের মধ্যে একটি হল মেট্রোর নর্থ-সাউথ করিডোরে চলন্ত মেট্রোগুলির ভিতরে অডিও জিঙ্গলগুলি বাজানো। যাত্রার সময় যাত্রীদের মনকে আরও সতেজ করতে জনপ্রিয় গানও বাজানো হবে।
যাত্রীদের জন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্য, যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বার্তাও দেওয়া হবে।
তাদের আশা যে এই উদ্যোগটি যাত্রীদের পাশাপাশি কর্পোরেট হাউসগুলির মধ্যে জনপ্রিয় হবে। এবং টিকিট বিক্রি ছাড়া মেট্রো রেলওয়ে অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে।
এর আগে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর লক্ষ্য নিয়েছিল কলকাতা মেট্রো। স্মার্ট কার্ড, স্টেশনের বিভিন্ন অংশে বিজ্ঞাপন দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। এবং ফলও মিলেছে।
তেমনই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এখন ইস্ট-ওয়েস্ট করিডরের মেট্রোর কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করা যাবে।
কলকাতা মেট্রো (Kolkata Metro)-র ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে যাত্রীদের জন্য কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ১২ ঘন্টা আগে বুক করার পরিষেবা মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল। বুক করার ১২ ঘণ্টায় মধ্যে ট্রেনে সফর করতে হবে।
কিউআর কোড ভিত্তিক টিকিট (QR Based Ticket) ব্যবস্থা আগেই চালু করে দেওয়া হয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)-য়। তা ২০২১ সালের ৪ ডিসেম্বর সেই ব্যবস্থা শুরু করে। এর ফলে যাত্রীদের আরও সুবিধা হয়েছে।