scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal and Kolkata Summer Weather Update : উত্তরবঙ্গে টানা ঝড়জল, স্বস্তির বৃষ্টি দক্ষিণেও, কবে থেকে?

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa one
  • 1/10

West Bengal and Kolkata Summer Weather Update: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সেখানে বৃষ্টি হবে। তবে প্রথমেই গোটা দক্ষিণবঙ্গে নয়। আগে কয়েকটা জেলায়। আর তারপর গোটা দক্ষিণবঙ্গে। আজ, সোমবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa two
  • 2/10

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দিন তিনেক ঝড়জল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে

আরও পড়ুন: নিউ টাউন Coffee House পেল আউটডোর ইউনিট, আড্ডা হবে দিলখোলা
 

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa three
  • 3/10

তারা জানাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা থাকবে। 

Advertisement
Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa four
  • 4/10

তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ঘণ্টায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ, সোমবার, ১১ এপ্রিল সেখানে বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ তারিখ আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। 

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa five
  • 5/10

তাপমাত্রার কোনও উল্লেখেযোগ্য পরিবর্তন থাকছে না। ক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকতে পারে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে যেমন আছে তেমন থাকবে বলে মনে করা হচ্ছে। 

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa six
  • 6/10

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দু-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: ভুল করেও পেঁপে খাওয়া উচিত নয় এঁদের, হতে পারে বড়সড় ক্ষতি

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa seven
  • 7/10

পশ্চিমের জেলায় তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে যেমন রয়েছে, তেমন থাকবে। ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি দিল জলপাইগুড়ি, শিলিগুড়িকে। কালবৈশাখীর দাপটে শহর ঢেকে যায় কালো মেঘে। 

Advertisement
Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa eight
  • 8/10

এদিকে, রবিবার ঝড়জলের কারণে সমস্যাও তৈরি হয়। মেঘে ঢেকে যায় জলপাইগুড়ি এবং শিলিগুড়ির বিভিন্ন অংশ। দিনের বেলায় তৈরি হয় নিকষ কালো অন্ধকার। 

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa nine
  • 9/10

ভরদুপুরে যে এমন আঁধার হতে পারে, তা না দেখলে বোঝা যায় না। এমনই ছবি ধরা পড়ল সেখানে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হল জলপাইগুড়ি‌ শহরের সাধারণ মানুষের জনজীবন। প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতে‌র জন্য রাস্তা‌ঘাট একেবারে শুনশান হয়ে যায়। জলপাইগুড়ি শহর-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে এদিন। 

Bengal and Kolkata Summer Weather Update 11 April rain in north south bengal aajker abohawa ten
  • 10/10

জলপাইগুড়ির বিভিন্ন অংশে জল জমে গিয়েছিল। অনেক জায়গায় বৃষ্টি থামার পর অনেক জায়গায় জম নেমে যায়। তবে বেশ কিছু জায়গায় জল জমেছিল। এর জেরে অসুবিধা হয় যানবাহন চলাচলে। মোটামুটি সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে যায়। অন্ধকার ঘনিয়ে আসে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। তবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কোথাও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেখা গিয়েছে, বাজ পড়ে অনেক গাছে আগুন লেগে যায়। এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। 

Advertisement