scorecardresearch
 

News Wrap 5th August : আজকের সেরা খবর কোনগুলো? সব দেখে নিন এক ক্লিকে

News Wrap 5th August: আজ (৫ অগাস্ট) সারা দিনে ঘটে গেল বিভিন্ন ঘটনা। একের পর এক খবর। রাজনীতি থেকে কলকাতা, অর্থনীতি থেকে ময়দান, দিনভর কী ঘটল?

আজকের সেরা খবর (প্রতীকী ছবি) আজকের সেরা খবর (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • আজ (৫ অগাস্ট) সারা দিনে ঘটে গেল বিভিন্ন ঘটনা
  • একের পর এক খবর
  • চোখ বুলিয়ে নিন

News Wrap 5th August: আজ (৫ অগাস্ট) সারা দিনে ঘটে গেল বিভিন্ন ঘটনা। একের পর এক খবর। রাজনীতি থেকে কলকাতা, অর্থনীতি থেকে ময়দান, দিনভর কী ঘটল? তার মধ্যে সেরা খবর এখানে তুলে ধরা হল। দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর মিস হবে না। চোখ বুলিয়ে নিন।

১. Bajrang Punia Gold CWG 2022: কমনওয়েলথ গেমসে একই দিনে তিনটে সোনা ভারতের। বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং দীপক পুনিয়া জিতলেন সোনার পদক। তাঁদের সাফল্যে সারা দেশে আনন্দের আবহ।

২. Narendra Modi Mamata Banerjee Meeting: ফের কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। এবং রাজ্যের জন্য ১,০০,৯৬৮.৪৪ কোটি টাকার কেন্দ্রীয় টাকা দাবি করেছেন।

৩. Bengal Rain Depression Updates: বাংলায় নিম্নচাপে ভ্রূকুটি। আর এর জেরে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

৪. পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করল আদালত। ইডির দাবি মেনে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। আগামী ১৮ অগস্ট ফের আদালতে পেশ করতে হবে তাঁদের। দু'জনের জেল হেফাজত চেয়েছিল ইডি। 

৫. Nachiketa Chakraborty Viral Video: সম্প্রতি একটি লাইভ শো করছিলেন নচিকেতা চক্রবর্তী। সেখানেই এক শ্রোতা তাঁকে হিন্দি গানের জন্য অনুরোধ করে বসেন। আর তাতেই হঠাৎ চটে যান তিনি। তারপর...

৬. নতুন PF অ্যাকাউন্টের সঙ্গে মার্জ করুন পুরনো কোম্পানির, লাগবে মাত্র ৫ মিনিট। কয়েকদিনের মধ্য়েই আপডেট হয়ে যাবে এবং মোট ব্যালান্স শো করবে। কীভাবে করবেন দেরি না করে জেনে নিন। 

৭. Inflation RBI Repo Rate: জিনিসপত্রের দাম বেড়ে চলার বহর দেখে দেশের মানুষের স্বস্তির আশা নেই। রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এবং কেন্দ্রীয় সরকার ক্রমাগত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু বলা যায়, এতে সাফল্য পাওয়া যাচ্ছে খুবই সীমিত। 

৮. Monkeypox Guidelines: দেশে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই রোগ এড়াতে কী করণীয় এবং কী করবেন না তার একটি তালিকা তৈরি করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, কোনও সুস্থ ব্যক্তি যদি বারবার সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন, তবে তিনিও সংক্রমিত হতে পারেন। 

৯. রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে কংগ্রেস। রাজ্যসভায় হট্টগোল। আজকের মতো স্থগিত করে দেওয়া হয়েছে অধিবেশন। 

১০. 5G নেটওয়ার্কের অপেক্ষা খুব দ্রুত শেষ হতে চলেছে। Airtel এই মাসেই অগাস্টে ফাইভ জি সার্ভিস শুরু করতে চলেছে। সেখানে জিও আজাদীর অমৃত মহোৎসবের সঙ্গে জিও ফাইভ জি শুরু ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে, 5G-র জন্য কত টাকা খরচ হবে এ বিষয়ে তথ্য মিলেছে। তাতে কপালে ভাঁজ পড়তে পারে।