scorecardresearch
 

MS Dhoni Sakshi: কীভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ান স্ত্রী সাক্ষী? ফাঁস করলেন ধোনি

ধোনি এবং সাক্ষীর মধ্যে মজার হাতাহাতি হয়। এ সময় ভিডিওতে আশেপাশে আরও অনেককে দেখা গিয়েছে। ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, 'সাক্ষী ইনস্টাগ্রামে তার ফলোয়ার বাড়ানোর জন্য এই সব করছে।'

Advertisement
এমএস ধোনি ও সাক্ষী এমএস ধোনি ও সাক্ষী
হাইলাইটস
  • ভিডিও ভাইরাল
  • ফলোয়ার বাড়ানোর জন্য কী করেন সাক্ষী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ও তাঁর স্ত্রী সাক্ষীর (Sakshi Dhoni) ভিডিও। সাধারণভাবে নিজের জীবন কিছুটা ব্যক্তিগত রাখার চেষ্টা করেন মহেন্দ্র সিং ধোনি। তবে সাক্ষী তার উল্টো। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। 

সাক্ষির সঙ্গে হাতাহাতি ধোনির
এই ভিডিওতে, ধোনি এবং সাক্ষীর মধ্যে মজার হাতাহাতি হয়। এ সময় ভিডিওতে আশেপাশে আরও অনেককে দেখা গিয়েছে। ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, 'সাক্ষী ইনস্টাগ্রামে তার ফলোয়ার বাড়ানোর জন্য এই সব করছে।'

আরও পড়ুন: CFL-এর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কারা?

সাক্ষী ধোনিকে বলেন, 'তোমার ভক্তরাও আমাকে তোমার মতোই ভালবাসে।' এই কথা শুনে ধোনি সহ অন্যরাও হাসতে শুরু করে দেন। সাক্ষী আরও বলেন, 'সবাই তোমাকে দেখতে চাইছে। থালা, মাহি, ধোনি বলে ডাকছে।'

আরও পড়ুন: সিনেমায় অভিনয় করছেন ভারতের ব্যাডমিন্টন সুন্দরী জ্বালা গাট্টা? PHOTOS

ধোনিকে ব্যবহার করছেন সাক্ষী? 
ধোনি ভিডিওতে প্রথমে বলেন, 'সাক্ষী ওর ফলোয়ার বাড়ানোর জন্য ইনস্টাগ্রামে এমন করেন।' এ বিষয়ে সাক্ষী বলেন, 'আপনারাও আমাকে ভালোবাসেন।' এরপর ধোনির উদ্দেশ্যে বলেন, ' আমি তোমার একটা অংশ বাবু, সুইটি।' ধোনির ফ্যান পেজ থেকেও এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এ নিয়ে নানা মন্তব্য করেছেন ধোনির ফ্যানরা। কেউ কেউ বলেছেন, ফলোয়ার বাড়াতে ধোনিকে ব্যবহার করছেন সাক্ষী।

আরও পড়ুন: ইডেনে বুলবুল-অরুণ, সৌরভের সঙ্গে বসে দেখলেন শেহওয়াগদের ম্যাচ

Advertisement

দুই বছর আগে অবসর নিয়েছেন ধোনি

১৫ আগস্ট ২০২০, ধোনি স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। ঠিক সন্ধ্যা ৭.২৯ টায় অবসর নিয়েছিলেন ধোনি। যদিও ধোনি এখনও আইপিএল (IPL) খেলছেন। ধোনি ৩৫০টি ওয়ানডে, ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং ৯০টি টেস্ট ম্যাচে মোট ১৭২৬৬ রান করেছেন। গোটা কেরিয়ারে মোট ১০৮টি হাফ সেঞ্চুরি এবং ১৬টি সেঞ্চুরি করেন। এমএস ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া তিনটি আইসিসি শিরোপা জিতে নেয়। একই সঙ্গে আইপিএলে সিএসকেকে চারবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। আইপিএল ২০২৩-এও ধোনিকে CSK-এর অধিনায়কত্ব করতেও দেখা যাবে। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।     

Advertisement