Indian Railways Holi Special Train Dolyatra 2022: দোল (Dolyatra 2022) এবং হোলি (Holi 2022) উপলক্ষে ফের নতুন বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway)-এর। এর ফলে সুবিধা হবে যাত্রীদের। কবে কোন ট্রেন চালানো হবে, সে ব্যাপারে জানিয়ে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway)।
জমজমাট দোল
দক্ষিণ-পূর্ব রেলের ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল। দোল (Dolyatra 2022) এবং হোলি (Holi 2022)-র আগে প্রতি বছরের মতো এই বছরও দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway)-এর থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতে দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুন: নিউ টাউন Coffee House পেল আউটডোর ইউনিট, আড্ডা হবে দিলখোলা
ভাড়া আলাদা
এই ট্রেনের ভাড়া বর্ধিত মূল্য দিতে হবে বলে দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway) সূত্রে জানা যাচ্ছে। এই ট্রেনে এসি চেয়ার সহ শোওয়ার ব্যবস্থা রাখছে দক্ষিণ পূর্ব রেল। তবে এই ট্রেনগুলোতে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না।
বিস্তারিত তথ্য
দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী ০২৮৩৭ / ০২৮৩৮ শালিমার-মালতীপুর (পুরীর কাছে) চলতি মাসের ১৭ তারিখ ২:৫৫ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে। পরের দিন অর্থাৎ ১৮ তারিখ ২:৫৫ মিনিটে মালতীপুর ছেড়ে শালিমারের উদ্যেশ্যে যাত্রা করবে।
ওই দিনই রাত ১১টা ৪০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে। এই ট্রেন তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং কুর্দা রোড স্টেশনে থামবে।
এ ছাড়াও ০২৮৮৩ / ০২৮৮৪ শালিমার-গোরক্ষপুর-শালিমার স্পেশাল ১৬ তারিখ রাত ৮:২০ মিনিটে শালিমার ছেড়ে পরের দিন বিকেল ৫:২০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। ফের ২০ তারিখ ১:২০ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রা করবে ও পরের দিন সকাল ৯:২০ মিনিটে শালিমার পৌঁছবে। এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর,পুরুলিয়া,ভজুডিহ স্টেশনে থামবে।
পাশাপাশি ০২৮২৭ / ০২৮২৮ শালিমার-দ্বারভাঙ্গা-শালিমার স্পেশাল ১৬ তারিখ বিকেল ৩:৪০ মিনিটে শালিমার থেকে যাত্রা করে সকাল ১০টায় দ্বারভাঙ্গা পৌঁছবে ও ১৭ তারিখ রাত্রি ৯:০৫ মিনিটে দ্বারভাঙ্গা থেকে যাত্রা করবে। ১৮ তারিখ বিকেল ৩:১৫ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে। এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে।
রেল আরও জানিয়েছে, ০৮১৮১ / ০৮১৮২ টাটানগর-ছাপড়া-টাটানগর স্পেশাল ১৭ তারিখ দুপুর ১২:১৫ মিনিটে টাটানগর থেকে যাত্রা করে পরের দিন দুপুর ২:০৫ মিনিটে ছাপড়া স্টেশন পৌঁছবে। ২০ তারিখ রাত ১২:০৫ মিনিটে চাপরা থেকে যাত্রা করে ওই দিনই বিকেল ৪টেয় টাটানগর পৌঁছবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।
এই ট্রেনটি তার যাত্রাপথে পুরুলিয়া, জয়চন্ডি পাহাড় স্টেশনে থামবে। উল্লেখ্য, কিছুদিন আগেই দূরপাল্লার বেশ কয়েকটি রুটে দোলকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন চালানোর কথা জানায় দক্ষিণ-পূর্ব রেল।