scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Rare Fish : নাকাশিপাড়ায় জেলেদের হাতে ৭০ কেজির বাগার মাছ, হইহই

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk one
  • 1/12

Nadia Nakashipara Rare Fish: সব দিন সমান যায়। তার মধ্যে হঠাৎ করে ভাল দিন চলে আসে। জেলেদের ভাগ্য অনেকটাই এই রকম বলা যেতে পারে। 

আরও পড়ুন: হাঁটুর ব্যথায় কাবু? শুকনো আদা ট্রাই করুন, কমাবে ওজনও

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk two
  • 2/12

কোনও দিন তাঁদের ভাগ্যে ভাল মাছ ধরা পড়ে, জালে ওঠে।

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk three
  • 3/12

কোনও দিন ওঠে না। বুধবার দিনটা তাই নদিয়ার নাকাশিপাড়ায় পাটুলি ঘাটে জেলেদের ভাগ্যে খুলে গেল যেন। 

 

Advertisement
Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk four
  • 4/12

নদিয়ার নাকাশিপাড়া পাটুলি ঘাটে জেলেদের জালে ধরা পরল পেল্লায় আকারের একটি মাছ। 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk five
  • 5/12

আর সেই মাছ দেখত ভিড় হামলে পড়ল। হইহই কাণ্ড লেগে যায় এলাকায়।

 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk six
  • 6/12

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার জেলেরা মাছ ধরার সময় জাল পেতেছিলেন। আর সেই জালে ধরা পড়ে এই বড়সড় মাছ। 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk seven
  • 7/12

তাঁরা জানাচ্ছেন, এটিকে বলে বাগার মাছ। মনে করা হচ্ছে, কোনও জলযানের সঙ্গে ধাক্কা লাগার ফলে সেটি আহত হয়েছিল।

 

Advertisement
Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk eight
  • 8/12

মাছটির ওজন আনুমানিক ৬৫ থেকে ৭০ কিলো হতে পারে বলে ধারণা স্থানীয় মৎস্যজীবীদের। তবে সচরাচর এত বড় মাছ জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা। 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk nine
  • 9/12

মাছ ধরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। এরপর মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। মাছটির বাজারমূল্য ভালই হবে বলে ধারণা তাদের।

 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk ten
  • 10/12

ওই মৎস্যজীবীদের দলে ছিলেন বাপ্পা হালদার। তিনি জানান, বড়সড় মাছ। ওজন তো প্রায় ৬৫ থেকে ৭০ কেজি। 

Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk eleven
  • 11/12

আগে কখনও এমন মাছ ধরা পড়েনি। দেখা যাক, কেমন দাম পাওয়া যায়। একে বাগার মাছ বলে।

 

Advertisement
Nadia Nakashipara Patuli Ghat Rare Fish captured by fishermen abk twelve
  • 12/12

তাঁর অনুমান কোনও জলযানের সঙ্গে ধাক্কা লেগে মাছটি আহত হয়েছিল। তাই তাঁরা সেটা ধরতে পেরেছেন।

Advertisement