scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Kolkata Rain Forecast : দুয়ারে বর্ষা! হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায়?

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal one
  • 1/11

Bengal Monsoon Kolkata Rain Forecast: অপেক্ষা শেষ হল বলা যায়। শুক্রবার বাংলায় বর্ষা চলে এসেছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal two
  • 2/11

এর জেরে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal three
  • 3/11

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে বর্ষা চলে এসেছে। এদিন বর্ষা আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তার পূর্বাভাস মিলে গেল।

Advertisement
ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal four
  • 4/11

আর তা মিলিয়ে বর্ষা এলা বঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগিয়ে পুরো উত্তর-পূর্ব ভারত কভার করে ফেলেছে। এমনই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal five
  • 5/11

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের একটা অংশ এবং সিকিমে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে মূলত শিলিগুড়িতে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal six
  • 6/11

উত্তরবঙ্গে এর ফলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal seven
  • 7/11

সেখানকার যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলো হল- দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার। মালদা, দিনাজপুরে এখনও বর্ষা প্রবেশ করিনি।

আরও পড়ুন: পুলিশকে ইঁট-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, বাম ছাত্রযুবদের কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা

আরও পড়ুন: প্রস্রাব থেকে দুর্গন্ধ? হতে পারে এই সব রোগের লক্ষণ, সতর্ক হন

আরও পড়ুন: দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, দেখে নিন উপায়

Advertisement
ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal eight
  • 8/11

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে। তাই দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। যেটা আছে, সেটাই থাকবে। তাপমাত্রা কম থাকছে। কিন্তু জলীয়বাষ্প থাকার জন্য আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে ও বাড়বে। যত জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে, তত অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও আবহাওয়া আরামদায়ক বলা যায় না মোটেই। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal nine
  • 9/11

কলকাতাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এবং বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal ten
  • 10/11

বাংলায় ৭ জুন সাধারণত বর্ষা আসার দিন। তবে এবার চার দিন আগে বর্ষা চলে এল উত্তরবঙ্গে। আগে-পরে বর্ষা আসার ঘটনা আগেও ঘটেছে জানাচ্ছ আলিপুর। 

ajker abohawa abohawar khabor Bengal Monsoon Kolkata Rain Forecast heavy rain in north Bengal eleven
  • 11/11

দক্ষিণবঙ্গেও বর্ষা এলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তখন স্বস্তি পেতে পারেন মানুষ। তব সেখানে কখন বর্ষা ঢোকে, তার জন্য কতদিন অপেক্ষা করতে হয়, সেটাই দেখার। 

Advertisement