Bengal Rain: দক্ষিণবঙ্গে অপেক্ষা করছে কবে বৃষ্টি হবে। সেখানে যে বৃষ্টি হচ্ছে না, তেমন নয়। তবে তা খুব অল্প। টানা বা ভারী বৃষ্টি না হলে অস্বস্তিকর আবহাওয়া কাটার সম্ভাবনা কম। তবে সে জন্য আরও একটু অপেক্ষা করতে হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
তারা জানাচ্ছে, গত ৫ দিনে যা অবস্থা দেখলে বোঝা যায়, বর্ষা দুর্বল। কোনও পরিস্থিতি নেই যাতে বৃষ্টি হয়। ঘূর্ণাবর্ত বা মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে অনেকটা দূরে। তার ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা আপাতত একটু দূরে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে। সেটা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সংলগ্ন উত্তর-মধ্য বঙ্গোপসাগর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল।
যেহেতু এই ঘূর্ণাবর্ত রাজ্য থেকে দূরে আছে, তাই রাজ্যে প্রভাব পড়ছে না।
আরও পড়ুন: Google-এ ভুলেও ব্য়াঙ্কের কাস্টমার কেয়ার নম্বর সার্চ নয়, সাবধান করল SBI
আরও পড়ুন: ঘুমপাড়ানি গুলিতে ৬ দিন পর 'বাঘবন্দি'! স্বস্তি ফিরল কুলতলিতে
আরও পড়ুন: এই খাবারগুলো দূরে রাখুন, শরীর সব সময় থাকবে চনমনে
আরও পড়ুন: রিলেশন ভেঙে যায় মুহূর্তে! গার্লফ্রেন্ডকে ভুলেও বলবেন না এই ৬ কথা
এরপর রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেটা অনেকটা দক্ষিণে রয়েছে। আর সেটা চলে যাচ্ছে জবলপুর, পেন্দ্রা, কালিঙ্গপট্টনম।
তবে বৃষ্টি যে হবে না, এমন নয়। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় খুব ছোট ছোট স্পেলে বৃষ্টি হবে। অল্প সময়ের জন্য বৃষ্টি হবে। তারপর আবার রোদ চলে আসবে।
মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং এমন পরিস্থিতি চলবে।
রাজ্যে ভাল বৃষ্টি হওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গে বা কলকাতায় লো প্রেশার বা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত লাগে।
যার অবস্থান বাংলাদেশ এবং লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে হয়, তেমন পরিস্থিতি নেই ৪-৫ দিন দেখছি না। তাই অস্বস্তিকর কলকাতা এবং দক্ষিণবঙ্গে থাকবে।