Bengal Monsoon Kolkata Rain Update: উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে সেই পরিস্থিতি বিশেষ পাল্টানোর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এমনই থাকবে। সেই সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাচ্ছে, জলীয় বাষ্প মিলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। এর প্রভাব পড়তে চলেছে চাষবাসের কাজেও।
তবে আগামী ৫ দিনে খুব একটা পরিবর্তন হবে না। আশার আলো দেখা যাচ্ছে না। যে বৃষ্টি হবে। বড়সড় কোনও পরিবর্তন বা বৃষ্টি বাড়বে, তেমন মনে হচ্ছে না।
ফলে আগামী ৫ দিন কোথাও যে বেশি বৃষ্টি হবে বা বৃষ্টি বাড়ার যে খুব একটা লক্ষণ, সেটা এই মুহূর্তে নেই। যেটুতকু হবে, সেটা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
এবং এই বৃষ্টি কম হওয়ার ফলে দিনের তাপমাত্রা একটু বাড়ছে। এই তাপমাত্রা এবং সে সঙ্গে জলীয় বাষ্প মিলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
আরও পড়ুন: যশবন্ত-সুব্রত-চন্দ্রিমা TMC সর্বভারতীয় সহ-সভাপতি, কোষাধ্যক্ষ অরূপ
আরও পড়ুন: পুরী-তিরুপতি ঘুরুন ট্রেনে, ফের আইআরসিটিসি-র দক্ষিণ ভারত তীর্থযাত্রী স্পেশাল
আরও পড়ুন: মুখ থেকে দুর্গন্ধ? হতে পারে এই রোগ, অবহেলা করবেন না
বর্ষার মতো পরিস্থিতি বলে মনে হবে না। এখন যে পরিস্থতি। আগামী ৫ দিনে খুব একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কম হবে। আগের তুলনায় কমবে বৃষ্টি। তবে সেখানে মানে উত্তরবঙ্গে য়েহেতু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এখন বৃষ্টি কম হলে স্বস্তির কারণ হতে পারে।
এই সময় মূলত পাট পচানোর এবং আমন ধান রোয়ার সময়। ফলে এই সময়ে বৃষ্টির ঘাটতি এবং আগামী ৫-৭ দিন যা দেখা যাচ্ছে, তাতে এই দুটো চাষের একটু অসুবিধা হতে পারে।