scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Rain Update Kolkata Rain Forecast : বৃষ্টি হবে, তবে ভারী নয়, সে জন্য কতদিনের অপেক্ষা?

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga one
  • 1/12

Bengal Rain Update Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে রাজ্যে ভারী বৃষ্টির পরিস্থিতি নেই। তবে বৃষ্টি যে হবে না, তেমন নয়। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga two
  • 2/12

তবে ছোট ছোট ক্ষেপে বৃষ্টি হবে। আগামী ৩-৪ দিন এমনই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ- সব জায়গায় এমনই হাল থাকবে। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga three
  • 3/12

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখন রাজ্যে ভারী বৃষ্টির পরিস্থিতি নেই। দুটো বিষয় রয়েছে। একটা হল মৌসুমী অক্ষরেখা এবং অন্যটি ঘূর্ণাবর্ত। 

Advertisement
ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga four
  • 4/12

মৌসুমী অক্ষরেখা এই অঞ্চলের মধ্যে অম্বিকাপুর, ভুবনেশ্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। দেখা যাচ্ছে, সেটার অবস্থান রাজ্য় থেকে দক্ষিণে। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga five
  • 5/12

এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার অবস্থান ওডিশা এবং ছত্তিসগড়। দুটোই রাজ্য থেকে দূরে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েক জায়গায় হবে। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga six
  • 6/12

সব জায়গায় হওয়ার কোনও সম্ভাবনা নেই। আর তার স্থায়িত্ব বেশিক্ষণ হবে না। অল্প সময়ের জন্য হবে। ১০-১৫ মিনিট হতে পারে। আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga seven
  • 7/12

এই পরিস্থিতি ৩-৪ দিন থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়। বুধবার যেমন হয়েছে কলকাতায়। তাপমাত্রা কমে গিয়েছিল। 

Advertisement
ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga eight
  • 8/12

দিনের বেলায় বা দুপুর বেলায় বৃষ্টি না হয়, তা হলে এই তাপমাত্রা বেড়ে যাবে। ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা থাকলে, তা সে কলকাতা হোক বা উপকূলের একালায়, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 

আরও পড়ুন: পিপিএফে রোজ রাখুন মাত্র ১০০ টাকা, ১৫ বছরে ১০ লক্ষের ফান্ড, কী ভাবে?

আরও পড়ুন:  'সবুজ' চন্দননগরে 'শিবরাত্রির সলতে' ১৬ নম্বর ওয়ার্ড, নজর না লাগে, কটাক্ষ ইন্দ্রনীলের

আরও পড়ুন: খানাকুলে ব্যবসায়ীর বাইক আটকে দিল গাড়ি, লুঠে বাধা দেওয়ায় গুলি

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga nine
  • 9/12

আলিপুর আরও জানাচ্ছে, বড় কোনও পরিস্থিতি দেখছি না। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সব মিলিয়ে বলতে গেলে বর্ষা খুব দুর্বল রাজ্যে। আগামী ৪ দিন বা ৫ দিন রাজ্যে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga ten
  • 10/12

উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ- দুই অংশেই এই পরিস্থিতি থাকার সম্ভাবনা। 

ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga eleven
  • 11/12

কলকাতায়ও একই ছবি থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement
ajker abohawa banglay brishti kolkatay brishti west Bengal Monsoon Kolkata Rain Forecast imd dakshinbanga uttarbanga twelve
  • 12/12

অল্প বৃষ্টি হবে, ছোট ছোট ধাপে বা স্পেলে। ১৫ মিনিট থেকে আধ ঘণ্টার। তারপর পরস্থিতি প্রায় আগের মতো হয়ে যাবে। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

Advertisement