Cyclone Asani Update: ঘূর্ণিঝড় অশনির জেরে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হবে। বাংলায় টানা কয়েকদিন বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তা শুরু হবে।
বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সমালাতে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জেলা সফর পিছিয়ে দিয়েছেন।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১০ তারিখ পর্যন্ত সেটা মানে ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে মুভ করবে। সেটা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছে। মানে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।
এরপর সেটা বাঁক নেবে। এর আগে সেটা উত্তর-পশ্চিম দিকে যাচ্ছিল। সেটা উত্তর, উত্তর-পূর্ব দিক বাঁক নেবে। ওড়িশা উপকূলের দুকে অগিয়ে যাবে। বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু দুর্বল হয়ে যাবে। তীব্র ঘূর্ণিঝড় থেকে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাঁক নেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে।
১৩ মে তারিখ পর্যন্ত বাংলার উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
তাপমাত্রা বেশি থাকা, হাওয়া ওপরে ওঠা, নিম্নচাপ লাগে ঘূর্ণিঝড় তৈরি হতে। সাহায্য় করে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ, সোমবার (১০ মে) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর। সেখানে টানা বৃষ্টি চলবে। ১৩ মে পর্যন্ত বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেরও সব ক'টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ব্য়াপারে আবহাওয়া দফতর বলছে, আজ, সোমবার (১০ মে) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: এবার উল্টে দিকে হাঁটুন! শরীর-মন হয়ে উঠবে ফুরফুরে, জবরদস্ত ফায়দা
আরও পড়ুন: যেন সিনেমার দৃশ্য! ক্রেতা সেজে বেআইনি হুক্কা বারে অভিযানে পুলিশ, ধৃত ৫
আরও পড়ুন: আকাদেমি প্রাঙ্গনে বুধবার থেকে শুরু লিটল ম্য়াগাজিন মেলা