Aindrila Sharma: ২০২২ সালে না ফেরার দেশে চলে যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। খুব অল্প বয়সেই মারণ রোগ কেড়ে নেয় টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রীর প্রাণ। ঐন্দ্রিলার যে দিদি রয়েছে তা অভিনেত্রী বেঁচে থাকাকালীনই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জানা গিয়েছিল। তাঁর দিদি ঐশ্বর্য যদিও গ্ল্যামার দুনিয়াতে নেই, তিনি পেশায় চিকিৎসক।
Tollywood Couple:
Bengali Serial BARC 2025 Week 17th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
Ahona Dutta: আর মাত্র তিনমাস। তারপরই অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকা তথা অহনার জীবনে আসবে তার সন্তান। স্বাভাবিকভাবেই অহনা ও দীপঙ্কর তাঁদের আসন্ন সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। আর এই সময় মেয়েরা তাঁদের মায়েদের কাছ থেকে আদর-ভালোবাসা আশা করে থাকেন। তবে অহনার জীবনে এই সুখ প্রাপ্তি হবে না।
Tollywood Couple Honeymoon: গাঁটছড়া বেঁধেছেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন জুটি। যদিও ভিডিওতে সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য দেখা গেলেও, ঠিক কোন জায়গায় গিয়েছেন তা খোলসা করেননি।
Swikriti Majumder: টেলিপাড়ার অত্যন্ত চেনামুখ স্বীকৃতি মজুমদার। মেয়েবেলা সিরিয়ালে সকলের নজর কাড়েন স্বীকৃতি। এই সিরিয়াল শেষ হতেই নায়িকাকে দেখা যায় আলোর কোলে সিরিয়ালে। তবে এই সিরিয়ালের পর সেভাবে আর ছোটপর্দায় তাঁকে দেখা যায়নি।
Ushasi Chakraborty: টেলিপাড়ার পরিচিত মুখ ঊষসী চক্রবর্তী। নিজের স্পষ্ট কথা বলার জন্য মাঝে মধ্যেই শিরোনামে থাকেন অভিনেত্রী। শ্রীময়ী সিরিয়ালে জুন আন্টির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান ঊষসী। সেই সিরিয়াল বন্ধ হয়ে গেলেও ঊষসী আজও দর্শকদের কাছে জুন আন্টি নামেই পরিচিত।
Tonni-Rajdeep: টেলিপাড়ার দুই নায়ক-নায়িকা রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায় চুটিয়ে প্রেম করার কথা ঘোষণা করেছিলেন নিজেরাই। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁদের আদুরে ছবির দেখা মিলত। তবে সম্প্রতি টেলিপাড়ার গুঞ্জন, আর একসঙ্গে নেই নাকি তন্বী ও রাজদীপ।
Ahona Dutta: টেলিপাড়ার দাপুটে খলনায়িকা হিসাবে পরিচিত অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন খুব কম বয়সেই। সিরিয়ালের পাশাপাশি অহনা বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন।
Abhishek-Sharly Marriage: মঙ্গলবার সন্ধ্যেতে চারহাত এক হল অভিষেক বসু ও শার্লি মোদকের। বেশ কিছুমাস ধরেই তাঁদের সম্পর্কের খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। ফুলকি সিরিয়ালে অভিষেক অভিনয় করেন প্রধান চরিত্রে আর শার্লিকে দেখা গিয়েছে দাপুটে খলনায়িকা হিসাবে।
Kanchan-Sreemoyee: গত বছর নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে ছোট্ট কৃষভি। যদিও এখনও একরত্তিকে সামনে আনেননি তারকা দম্পতি। দেখতে দেখতে প্রায় ৬ মাসের হয়ে গেল কৃষভি। আর বুধবার কৃষভির মুখেভাতের অনুষ্ঠান। কেমন আয়োজন হচ্ছে মেয়ের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানে?