scorecardresearch
 

রোহনপ্রীতের প্রাক্তনদের কী বললেন নেহা? ভাইরাল সেই ভিডিয়ো

গত বছরের অক্টোবর মাসে রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkar)। এবার স্বামীর প্রাক্তন বান্ধবীদের জন্য একটি সতর্কতা বার্তা দিলেন তিনি। গায়িকা নিজের ইনস্টাগ্রামে তাঁর স্বামীর সঙ্গে একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন।

Advertisement
রোহনপ্রীত সিং ও নেহা কক্কর রোহনপ্রীত সিং ও নেহা কক্কর
হাইলাইটস
  • বরাবরই প্রচারের আলোতে থাকতে ভালবাসেন এবারেও ব্যতিক্রম হল না তার।
  • স্বামীর প্রাক্তন বান্ধবীদের জন্য একটি সতর্কতা বার্তা দিলেন তিনি।
  • গত ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছেন নেহা ও রোহনপ্রীত।

গত বছরের অক্টোবর মাসে রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkar)। এবার স্বামীর প্রাক্তন বান্ধবীদের জন্য একটি সতর্কতা বার্তা দিলেন তিনি। গায়িকা নিজের ইনস্টাগ্রামে তাঁর স্বামীর সঙ্গে একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন।

বরাবরই প্রচারের আলোতে থাকতে ভালবাসেন এবারেও ব্যতিক্রম হল না তার। নেহা কাক্কর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে একটিভিডিয়ো পোস্ট করেছেন তিনি যেখানে রোহানপ্রীতের সঙ্গে তাঁর প্রাক্তনকে ফোন করার অভিনয় করতে দেখা যায়। গানের মাধ্যমে,প্রাক্তনকে ফোন না করার জন্যে নেহা তাঁর স্বামীকে সতর্ক করেছেন।

আরও পড়ুন: পরিবারে ছোট্ট অতিথি আসার আগেই নতুন বাড়ি সইফ-করিনার! ছবি প্রকাশ্যে

নেহা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "প্রাক্তনকে ফোন করছো? আচ্ছা ?? করো তুমি ফোন,তারপর দেখাচ্ছি!!!!...রোহানপ্রীত সিং আমি এই গানটা ভালোবাসি!"

রোহনপ্রীত সিং কী প্রতিক্রিয়া জানালেন?
রোহনপ্রীত তাঁর পোস্টে মন্তব্য করেছেন, "কিছু না..কিছু না তুমি রাগ করো না। তুনি এই গানটি ভালোবাস এবং আমি তোমাকে ভালোবাসি !!"

নেহা কক্কর এবং রোহানপ্রীতের পোস্ট

নেহা কক্কর এবং রোহানপ্রীতের প্রথম লোহরি 

নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং সম্প্রতি তাঁদের প্রথম লোহরি উদযাপন করেছেন। গায়িকা একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তিনি রাজবিন্দর কৌরের তৈরি সবুজ এবং গোলাপি রঙের পোশাক পরেছিলেন এবং রোহনপ্রীত কনট্রাস্ট করে পরেছিলেন কালো স্যুট। নেহা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, "আজ নেহুপ্রীত-র প্রথম লোহরি! সকলকে লোহরির শুভেচ্ছা..."

Advertisement

আরও পড়ুন: সত্যজিতের 'সোনার কেল্লা'-র জায়গায় সলমনের 'দাবাং'-এর প্লট! চাপে পড়ে ক্ষমা চাইল IFFI

প্রসঙ্গত, ২০২০ সালের সবচেয়ে চর্চিত বলিউড ওয়েডিং সঙ্গীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে। গত ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছেন নেহা ও রোহনপ্রীত। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং ছিল 'নেহু দা বিয়া'। বিয়ের পরে নব দম্পতি সলমন খানের শো 'বিগ বস ১৪'-তে উপস্থিত হয়েছিলেন  এবং প্রকাশ করেছিলেন যে 'নেহু দা বিয়া' গানের সেটে প্রথম সাক্ষাতেই রোহনপ্রীতের প্রএমে পড়েছিলেন তিনি। সেই মুহূর্তে সিদ্ধান্ত নেন রোহানপ্রীতকেই বিয়ে করবেন।

Advertisement