scorecardresearch
 

Pornography Case: পর্ন ছবির কেসে এবার শার্লিন চোপড়াকে সমন মুম্বই পুলিশের!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী (Shilpa Shetty), ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিনেত্রী শার্লিন চোপড়াকে (Sherlyn Chopra) এর মধ্যে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ।

Advertisement
রাজ কুন্দ্রা ও শার্লিন চোপড়া রাজ কুন্দ্রা ও শার্লিন চোপড়া
হাইলাইটস
  • শার্লিন চোপড়াকে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ।
  • রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে জল্পনার শীর্ষে রয়েছেন অভিনেত্রী।
  • পর্ন ছবি র‍্যাকেটে চিরুনি চল্লাসি করছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

পর্ন ছবি র‍্যাকেটে (Porn Films Racket)  চিরুনি চল্লাসি করছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Police Cyber Crime Branch)। সন্দেহজনক সকলের ওপর এই ঘটনায় নজর রাখা হয়েছে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী (Shilpa Shetty), ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভিনেত্রী শার্লিন চোপড়াকে (Sherlyn Chopra) এর মধ্যে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আজ অর্থাৎ ৬ অগাস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

শার্লিন চোপড়া এর আগে রাজের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে জল্পনার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। তিনি অভিযোগ আনেন, রাজ কুন্দ্রাই তাঁকে পর্ন ছবির ব্যবসায় কাজ করার কথা বলেন। অভিনেত্রী বলেন, প্রথমে তাঁকে একটি চরিত্রে অভিনয়ের কথা বলা হয় এবং এরপর অ্যাডাল্ট ছবির জন্যেই কনটেন্ট বানানোর প্রস্তাব দেওয়া হয়। এমনকি 'হটশটস' (Hotshots) অ্যাপের জন্য শ্যুট করতে বলেন তাঁকে রাজ। যদিও সেই প্রস্তাবে নাকচ করেন শার্লিন।

আরও পড়ুন:  'ম্যাকবেথ'-এর ছোঁয়া এবার রাজর্ষির 'মায়া'-য়! রইল ছবির Exclusive সিক্রেট 

 'আর্মসপ্রাইম'-র সঙ্গে শার্লিনের চুক্তি

শার্লিন বলেন, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর ম্যানেজারের কাছে ' দ্য শার্লিন চোপড়া অ্যাপ' বানানোর একটি প্রস্তাব দেন রাজ কুন্দ্রা। এই অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তাঁর থাকবে বলেও জানানো হয় অভিনেত্রীকে। অভিনেত্রী আরও যোগ করেন, সেই সময় 'আর্মসপ্রাইম' (Armsprime)-র সঙ্গে তাঁর একটি চুক্তি ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজ কুন্দ্রা। তবে পরে এই চুক্তির রিনিউ তিনি করেননি কারণ, আরও অন্যান্য মডেলদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।  শুধু তাই নয়, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত কনটেন্ট ডিলিট করে দিতে বলা হয় তাঁকে। তবে সেই সময় কনটেন্ট এখনও নেট দুনিয়ায় রয়েছে বলে দাবী করেন শার্লিন চোপড়া। কনটেন্ট তৈরি করার সেই সময়, 'চকলেট ভিডিয়ো' নামক একটি ভিডিয়ো বানানোর জন্য 'আর্মসপ্রাইম'-র ক্রিয়েটিভ হেডের সঙ্গেও সমস্যা হয় তাঁর। 

Advertisement

আরও পড়ুন:  'বোনুয়া'কে প্রকাশ্যে শুভেচ্ছা! সাক্ষী থাকল নেটপাড়া 

এই 'চকলেট ভিডিয়ো' সম্পর্কে শার্লিন জানান পূর্ব আন্ধেরির একটি হোটেলে এই শ্যুট হয়। সব বাধা কাটিয়ে হলিউড মডেলদের মতো উন্মুক্ত হতে বলা হয়েছিল তাঁকে। এদিকে 'আর্মসপ্রাইম'-র তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, "রাজ কুন্দ্রা ২০১৯ সালের ডিসেম্বর মাসে ডিরেক্টর পদ থেকে অবসর নেন। বর্তমানে আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে তাঁদের কোনও অংশীদারি বা যোগাযোগ নেই। প্রপার্টি সেল, ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই পুলিশকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে সংস্থা এবং পুলিশের তরফ থেকে চাওয়া সমস্ত নথি হস্তান্তর করা হয়েছে। এপিএম তদন্তকারী সংস্থাগুলিকে অব্যাহত রাখার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে।"

আরও পড়ুন: ফের সেরার সেরা 'মিঠাই'! বিপুল পরিবর্তন বাকি মেগাগুলির রেটিংয়ে 

শার্লিন চোপড়ার প্রাক্তন আইনজীবী চিরঞ্জিত চন্দ্রপাল জানান, সেমি পর্নোগ্রাফির একটি অ্যাপ চালাতেন অভিনেত্রী। এই ব্যবসা খুব একটা ভাল চলছিল না। এরপর রাজ কুন্দ্রা তাঁকে তাঁর ব্যবসায় ৫০ শতাংশ লাভের প্রস্তাব দেন। চুক্তিও সই করা হয়। প্রথমদিকে ভাল ব্যবসা হলেও, পরে  শার্লিনের মনে হয়, চুক্তি অনুযায়ী তাঁর লাভ হচ্ছে না। ফলস্বরূপ চুক্তি ভেঙে দেন তিনি। 

আরও পড়ুন: মিঠুনের সঙ্গে মঞ্চে 'পিয়া তু' -তে নাচলেন হেলেন! আসছে জমজমাট গ্র্যান্ড ফিনালে 

প্রসঙ্গত, পর্ন ছবির র‍্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে পুলিশি হেফাজতে আছেন রাজ কুন্দ্রা। ইতিমধ্যে সামনে এসেছে একাধিক হোয়াটস অ্যাপ গ্রুপ চ্যাট, যেখানে মডেলদের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন তিনি। 

 

Advertisement