scorecardresearch
 

News Wrap: CBI চার্জশিট থেকে রেপো রেট বৃদ্ধি, দিনের সেরা ১০ খবর এক ক্লিকে

শহর, রাজ্য, দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ছড়াছড়ি। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি এক নজরে।

Advertisement
News Wrap সেরা ১০ খবর এক নজরে। News Wrap সেরা ১০ খবর এক নজরে।
হাইলাইটস
  • দিনভর ঘটনার ঘনঘটা।
  • যা আপনাকে জানতেই হবে।
  • রইল ১০ খবর একনজরে।

News Wrap 30th September 2022 : শহর, রাজ্য, দেশ তথা গোটা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ছড়াছড়ি। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা ১০ খবর।

১। SSC দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ১৬ জনের নাম রয়েছে। পার্থ ছাড়াও চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার নামও। সূত্রের খবর, সিবিআই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে বৃহত্তর ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছে সিবিআই। দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট দিল সিবিআই।

২। বালির তৃণমূল নেতা তথা সমাজকর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন।

৩। প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলন তোলা যাবে না, এমনই রায় দিল হাইকোর্ট। শুক্রবার এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, পুজোর দোহাই দিয়ে আন্দোলন তোলা যাবে না। 

৪। প্রাথমিকের পর হাইকোর্টের নির্দেশে শুরু হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এনিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। এ দিন ১৫৮৫ জনের ইন্টারভিউয়ের ছাড়পত্র দিয়েছে কমিশন। তার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

৫। টেট দুর্নীতি (TET Scam) মামলায় স্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল সাংসদ মানিক ভট্টাচার্যের। মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত মানিকের অন্তর্বর্তীকালীন সুরক্ষা বজায় থাকবে। আজ একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

৬। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রল্পের টাকা অন্য খাতে সরানোর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ৩ পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে দাবি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ত্রাণ তহবিলে পাঠিয়ে নয়ছয় করছে রাজ্য সরকার।

Advertisement

৭। কংগ্রেস সভাপতি নির্বাচনে এবার দুই হেভিওয়েটের লড়াই। আজই মনোনয়ন জমার শেষ দিন ছিল। লড়াইটা সরাসরি শশী থারুর বনাম মল্লিকার্জুন খাড়গে হতে চলেছে। গান্ধীদের পছন্দের পাত্র হিসেবে কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে নেমেছেন প্রবীণ নেতা খাড়গে। রা

৮। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সলমন খানের 'বডি ডাবল' সাগর পাণ্ডের। শুক্রবার মুম্বইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। 

৯। আর দু''সপ্তাহও বাকি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তাঁর বিকল্প হিসেবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপেও অনিশ্চিত ভারতীয় জোরে বোলার। তবে টি-২০ বিশ্বকাপে এখনও বুমরার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি! সেই ইঙ্গিত কলকাতায় দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

১০। ফের Repo Rate ৫০ বেসিস পয়েন্ট বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই নিয়ে টানা চতুর্থবার বাড়ল রেপো রেট। এর ফলে আরও ব্যয়বহুল হতে চলেছে ঋণের EMI।

আরও পড়ুন- কলকাতার কিছু বনেদিবাড়ির পুজোয় ঠাকুরদালানে চুটিয়ে আড্ডা দেওয়া যায়, রইল হদিশ

Advertisement