মাত্র ১৫০ গ্রাম ওজনের তিনটি ছোট শিকারি পাখি প্রমাণ করল, প্রকৃতির সক্ষমতা কোনও সীমার মধ্যে বাঁধা নয়। মণিপুরের অরণ্য থেকে উড়ে যাওয়া তিন আমুর ফ্যালকন মাত্র কয়েক দিনের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেল। স্যাটেলাইট-ট্যাগ লাগানো এই পাখিগুলির পরিযান এখন গবেষক, বিজ্ঞানী ও পাখিপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।